(Source: ECI/ABP News/ABP Majha)
Pakistan Crisis Updates: পাকিস্তান জুড়ে বিক্ষোভ ইমরান খান-সমর্থকদের, আজ পাক প্রধানমন্ত্রী নির্বাচন
শনিবার মধ্যরাতে ইমরান খান গদিচ্যূত হওয়ার পর তিনি বলেন, তিনি কোনও বদলার রাজনীতিতে বিশ্বাস করেন না। এই ফল পাকিস্তানের সাধারণ মানুষের ইচ্ছেতেই হয়েছে।
নয়াদিল্লি : ইমরান (Imran Khan) সরকারের পতনের পরেও পাকিস্তানে টানটান নাটক। পরবর্তী পাক প্রধানমন্ত্রী পদে শাহবাজ শরিফকে নিয়ে জল্পনার মধ্যেই বড় ট্যুইস্ট ইসলামাবাদে। বেআইনি লেনদেন সংক্রান্ত মামলায় শাহবাজকে সমন পাঠিয়েছে লাহোর হাইকোর্ট। সোমবারই শাহবাজ শরিফ ও তাঁর ছেলেকে তলব করেছে আদালত। এদিকে, এদিনই দুপুর ২টোয় পাক প্রধানমন্ত্রী নির্বাচন। রবিবার প্রধানমন্ত্রী পদে মনোনয়ন জমা দেন শরিফ।
শাহবাজ শরিফ কে
নওয়াজ শরিফের ভাই বা PML (N)-এর প্রেসিডেন্ট ছাড়াও অন্য একটি পরিচয় আছে শাহবাজ শরিফের। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের তিনবার মুখ্যমন্ত্রী হয়েছিলেন। সেখানকার সবচেয়ে দীর্ঘ সময়ের মুখ্যমন্ত্রীও তিনিই! ২০১৮ সালে পাক ন্যাশনাল অ্যাসেম্বলির সদস্য হন তিনি। শনিবার মধ্যরাতে ইমরান খান গদিচ্যূত হওয়ার পর তিনি বলেন, ' তিনি কোনও বদলার রাজনীতিতে বিশ্বাস করেন না। এই ফল পাকিস্তানের সাধারণ মানুষের ইচ্ছেতেই হয়েছে।' পাকিস্তানের সুদিন ফিরতে চলেছে বলেও মন্তব্য করেন তিনি।
ইমরান সমর্থকদের প্রতিবাদ
অন্যদিকে, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (PTI) সমর্থকদের একটি বড় সংখ্যা রাস্তায় নেমেছে পাকিস্তানের রাজনৈতিক অস্থিরতার সময়ে। প্রাক্তন প্রধানমন্ত্রী এবং পার্টির চেয়ারম্যান ইমরান খানের ক্ষমতাচ্যুতির বিরুদ্ধে একটি প্রতিবাদ সমাবেশ করে ইমরান-সমর্থকরা। রবিবার রাত থেকে এই সমাবেশ শুরু হয়। সোমবার ভোর অবধি এই প্রতিবাদ সমাবেশ চলে। ফইসালাবাদ, মূলতান, গুজরানওয়ালা, ভেহারি, জেহলুম এবং পাঞ্জাব প্রদেশের অন্যান্য অংশে এ ধরনের বড় প্রতিবাদ-সমাবেশ হয়। ইসলামাবাদ এবং করাচিতেও পিটিআই সমর্থকদের বড় জমায়েত হয় ইমরানের ক্ষমতাচ্যূত হওয়ার ঘটনার প্রতিবাদে।
প্রেক্ষাপট
শনিবার মধ্যরাতেপাকিস্তানের প্রধানমন্ত্রী পদে মেয়াদ শেষ করার আগে গদিচ্যুত ইমরান খানও।। ৩৪২ জন পাক সাংসদের মধ্যে বিরোধীদের পক্ষে পড়ে ১৭৪টি ভোট। এরপরই ইস্তফা দেন পাক অ্যাটর্নি জেনারেল। ভোটাভুটির ফল প্রকাশের আগেই হার নিশ্চিত বুঝে রণে ভঙ্গ দেন ইমরান।কপ্টারে ইসলামবাদ ছাড়েন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী। ' বিদেশি ষড়যন্ত্রের বিরুদ্ধে স্বাধীনতার লড়াই আজ থেকে ফের শুরু হল' ... ১৭৪ ভোটে আস্থা ভোটে হারের পর ট্যুইট করেন প্রাক্তন বিশ্বকাপজয়ী অধিনায়ক। এদিকে বিরোধীদের তরফে প্রধানমন্ত্রী পদে মনোনয়ন জমা দেন নওয়াজ শরিফের ভাই শাহবাজ শরিফ।