(Source: ECI/ABP News/ABP Majha)
Parliament Winter Session: আজও ফের অশান্ত হতে পারে সংসদের দু’কক্ষ, ১২ সাসপেন্ডেড সাংসদকে নিয়ে অশান্তির আশঙ্কা
আজ ১২ জন সাংসদ দেখা করতে পারেন বেঙ্কাইয়ার সঙ্গে, খবর সূত্রের। আলোচনা ছাড়া কৃষি আইন প্রত্যাহার নিয়েও উত্তাল হতে পারে লোকসভা।
নয়াদিল্লি: আজও ফের অশান্ত হতে পারে সংসদের দু’কক্ষ। রাজ্যসভায় ১২ সাসপেন্ডেড সাংসদকে নিয়ে সংসদ তোলপাড় হতে পারে। আজ ১২ জন সাংসদ দেখা করতে পারেন বেঙ্কাইয়ার সঙ্গে, খবর সূত্রের। আলোচনা ছাড়া কৃষি আইন প্রত্যাহার নিয়েও উত্তাল হতে পারে লোকসভা।
গতকাল থেকে শুরু হয়েছে সংসদের (Parliament) শীতকালীন অধিবেশন। চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত। অধিবেশনের প্রথম দিনেই কেন্দ্রের তরফে কৃষি আইন (Farm Laws) প্রত্যাহার বিল পেশের সম্ভাবনা ছিল। বিল পেশ করেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর (Narendra Singh Tomar)। বিজেপি (BJP) ও কংগ্রেসের (Congress) তরফে হুইপ জারি করে লোকসভা (Lok Sabha) ও রাজ্যসভার (Rajya Sabha) সাংসদদের উপস্থিত থাকতে বলা হয়।
লোকসভা এবং রাজ্যসভায় আলোচনা ছাড়াই ধ্বনিভোটে পাস হয়ে যায় কৃষি আইন প্রত্যাহার বিল। বিরোধীরা এনিয়ে আলোচনা চাইলেও, সরকার তা মানতে চায়নি। অন্যদিকে, বাদল অধিবেশনে বিশৃঙ্খলার অভিযোগে সোমবার গোটা শীতকালীন অধিবেশনের জন্য সাসপেন্ড করা হল রাজ্যসভার ১২ জন সাংসদকে। কিসের ভয়ে আলোচনা করল না মোদি সরকার? প্রশ্ন তুলল বিরোধীরা। পাল্টা জবাব দিল বিজেপি। আর এসব ঘিরেই শীতকালীন অধিবেশনের প্রথম দিনে, উত্তপ্ত রইল সংসদ।
কংগ্রেসের ডাকা বিরোধীদের বৈঠকে গেল না তৃণমূল। গরহাজির রইল সমাজবাদী পার্টি, বহুজন সমাজ পার্টি, আম আদমি পার্টির মতো দলগুলিও। তাই সংসদের ভিতরে-বাইরে মোদি বিরোধী সার্বিক জোটের প্রক্রিয়া বড় ধাক্কা খেল বলে মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষক মহলের একাংশ। এই ইস্যুতে কংগ্রেস-তৃণমূল দু’পক্ষকেই কটাক্ষ করেছে বিজেপি।
প্রত্যাশামতোই বেলা গড়াতেই শীতকালীন অধিবেশনের (Parliament Winter Session 2021) দ্বিতীয় দিনে উত্তপ্ত আবহ তৈরি হয়। লোকসভার (Lok Sabha) অধিবেশন মুলতুবি ও রাজ্যসভা (Rajya Sabha) থেকে ওয়াকআউটের পর কংগ্রেস (Congress)-সহ বিরোধী (Opposition) সাংসদরা সংসদ ভবন চত্বরে গাঁধী (Mahatma Gandhi) মূর্তির সামনে জড়ো হয়ে সাসপেনশন (Suspension) নির্দেশের প্রতিবাদে স্লোগান দিতে থাকেন। সে সময় সেখানে ছিলেন তৃণমূল (TMC) সাংসদ মৌসম বেনজির নূর, নাদিমুল হক ও জহর সরকার। পরে তাঁদের সঙ্গে যোগ দেন তৃণমূলের সাসপেন্ডেড দুই সাংসদ দোলা সেন ও শান্তা ছেত্রী।