PM Garib Kalyan Anna Yojana : দেশজুড়ে বাড়ল বিনামূল্যে রেশনের মেয়াদ, বড় সিদ্ধান্ত মোদি সরকারের
Free Ration : আগামী বছরের মার্চ মাস পর্যন্ত মেয়াদ বাড়ল 'প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা'-র।
নয়াদিল্লি : বড় ঘোষণা মোদি (Narendra Modi) সরকারের । দেশজুড়ে চলতে থাকা 'প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা'-র (PM Garib Kalyan Anna Yojana) মেয়াদ। আগামী বছরের মার্চ মাস পর্যন্ত মেয়াদ বাড়ল বিনামূল্যে রেশন দেওয়ার। বুধবার এক সাংবাদিক সম্মেলনে যে ঘোষণা করলেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর (Anurag Thakur)। ক্যাবিনেটে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই জানান তিনি।
পঞ্চম দফার এই বৃদ্ধির জেরে প্রায় ৫৩ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলেই খবর কেন্দ্রীয় সরকারের তরফে। করোনাকালে দেশবাসীকে সাহায্য করতে শুরু করা হয়েছিল প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা। করোনাকালে মারণ ভাইরাসের প্রকোপের সঙ্গে লড়তে দেশজুড়ে চালু করতে হয়েছিল লকডাউন। যে সময় দেশের বিভিন্ন প্রান্তে আটকে পড়তে হয়েছিল পরিযায়ী শ্রমিকদের। অনেকে বাধ্য হয়ে নিজেদের কাজের জায়গা ছেড়ে ঘরে ফিরতে বাধ্য হয়েছিলেন। সেইসময় থেকেই দেশবাসীকে বিনামূল্যে রেশন দিতে চালু করা হয়েছিল যে প্রকল্প। শেষবার মেয়াদবৃদ্ধির পর আগামী ৩০ নভেম্বর পর্যন্ত যা কার্যকর। আপাতত সেই মেয়াদই আরও চার মাস বাড়ানোর কথা ঘোষণা করা হল।
It has been decided to extend the 'PM Garib Kalyan Anna Yojana' to provide free ration till March 2022: Union Minister Anurag Thakur on Cabinet decisions pic.twitter.com/9XO70IQXSz
— ANI (@ANI) November 24, 2021
কিছুদিন আগেই কেন্দ্রীয় খাদ্য সচিব সুধাংশু পাণ্ডে জানিয়েছিলেন, কেন্দ্রীয় সরকার ভাবছে যেহেতু দেশের অর্থনীতি আবার একটু একটু করে ঘুরে দাঁড়াচ্ছে। খোলা বাজারেও খাদ্যশস্য বিক্রি হচ্ছে। যদিও প্রকল্পের মেয়াদবৃদ্ধির কোনও ইঙ্গিত তিনি তখন দেননি। যদিও কেন্দ্রীয় সরকারের ঘোষণায় স্বাভাবিকভাবেই স্বস্তি সবমহলে।
কেন্দ্রীয় সরকারের মতোই রাজ্য সরকারও রাজ্যবাসীকে বিনামূল্যে রেশন দেওয়ার কাজ চালাচ্ছে। কয়েকদিন আগেই ফের চালু হয়েছে দুয়ারে রেশন। প্রকল্পও। খাদ্যসাথী প্রকল্পের অধীনে দেওয়া হচ্ছে রেশন সামগ্রী।
আরও পড়ুন- খাদ্যসাথী-রেশন কার্ড নিয়ে সমস্যা ? হোয়াটসঅ্যাপে 'Hi'লিখে দেখুন