Modi On Petrol Price : ' মানুষের প্রতি অন্যায়', পেট্রোল-ডিজেলের দামবৃদ্ধি নিয়ে রাজ্যের ঘাড়েই দায় ঠেললেন মোদি
‘ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে পেট্রোল-ডিজেলের দাম আকাশছোঁয়া। কেন্দ্রীয় সরকার শুল্ক কমিয়েছে, রাজ্যগুলিকেও অনুরোধ করা হয়েছিল। কিছু রাজ্য পেট্রোল-ডিজেলের ভ্যাট না কমানোয় মানুষের প্রতি অন্যায় হচ্ছে’
নয়াদিল্লি : দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ফের তিনহাজার ছুঁইছুঁই। এই পরিস্থিতিতে আজ ভিডিও কনফারেন্সে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠকে হাজির ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। তাঁর উপস্থিতিতেই পেট্রোল-ডিজেলের উপর ভ্যাট না কমানোর জন্য বাংলাকে কটাক্ষ করেন মোদি। মুখ্যমন্ত্রীর সামনেই পেট্রোল-ডিজেলে ভ্যাট না কমানোয় বাংলার সমালোচনা করোন প্রধানমন্ত্রী । বাংলা-সহ অবিজেপি রাজ্যগুলিকে নিশানা করেন তিনি। বলেন, ‘ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে পেট্রোল-ডিজেলের দাম আকাশছোঁয়া। কেন্দ্রীয় সরকার শুল্ক কমিয়েছে, রাজ্যগুলিকেও অনুরোধ করা হয়েছিল। কিছু রাজ্য পেট্রোল-ডিজেলের ভ্যাট না কমানোয় মানুষের প্রতি অন্যায় হচ্ছে’
বৈঠকে সারা দেশের কোভিড পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করা হয়। একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণার মাঝেই মোদি তোলের পেট্রোল ডিজেলের দামের প্রসঙ্গ। চতুর্থ ঢেউয়ের আশঙ্কার মাঝেই মুখ্যমন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রীর এটাই প্রথম বৈঠক এটি। সেখানে প্রধানমন্ত্রী বলেন, ‘কিছু রাজ্য পেট্রোল-ডিজেলের শুল্ক না কমানোয় সাধারণ মানুষের প্রতি অন্যায় হচ্ছে’।
দেশে ৫ রাজ্যের বিধানসভার ভোটের ফল বেরনোর পর থেকেই চড়চড় করে চড়েছে জ্বালানীর দাম। তার প্রভাব পড়েছে রোজকার বাজারেও । হাত পুড়ছে মধ্যবিত্তর। এরপরই বিরোধীরা জ্বালানীর মূল্যবৃদ্ধির জন্য আঙুল তোলেন কেন্দ্রীয় সরকারের দিকে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের আর্থিক উন্নয়নের ক্ষেত্রে কেন্দ্র-রাজ্যের সামঞ্জস্য ভীষণ জরুরি।' তিনি বলেন, ‘কেন্দ্রীয় সরকার শুল্ক কমিয়েছে, রাজ্যগুলিকেও অনুরোধ করা হয়েছিল কিন্তু বহু রাজ্য সেই অনুরোধ শোনেনি।
প্রধানমন্ত্রী উল্লেখ করেন, ‘কর্ণাটক, গুজরাত শুল্ক হ্রাস করে রাজ্যবাসীর স্বার্থে রাজস্ব-ক্ষেত্রে ক্ষতি করেছে। কিন্তু গুজরাত-কর্ণাটকের প্রতিবেশী রাজ্য কর আদায় করে মানুষের উপর বোঝা চাপিয়েছে।
বাংলা, কেরল, অন্ধ্রপ্রদেশের মতো কিছু রাজ্য পেট্রোল-ডিজেলের উপর ভ্যাট কমায়নি’
তিনি আবারও বলেন, ‘এই সঙ্কটের সময় সবাইকে একসঙ্গে হয়ে কাজ করতে হবে। ' তিনি বড় শহরগুলির পেট্রোল-ডিজেলের দামের তুলনা টেনে বলেন, চেন্নাইয়ে পেট্রোল-১১১টাকা, মুম্বইয়ে-১২০টাকা, কলকাতায়-১১৫, হায়দরাবাদ-১২০ !