PM Modi Kedarnath Visit: দীপাবলির আগে কেদারনাথে পুজো মোদির, বদ্রিনাথে রাত্রিবাস
Narendra Modi: কেদারনাথ থেকে তিনি পৌঁছন বদ্রিনাথে। আজ রাতে বদ্রিনাথে থাকবেন মোদি।
নয়াদিল্লি: পবিত্র দীপাবলির আগে দেবভূমে প্রধানমন্ত্রী। কেদারনাথে একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। তার জন্য শুক্রবার সকালে কেদারনাথে এসেছেন প্রধানমন্ত্রী। কেদারনাথ মন্দিরে পুজোও দেন প্রধানমন্ত্রী। কেদারনাথ থেকে তিনি পৌঁছন বদ্রিনাথে। আজ রাতে বদ্রিনাথে থাকবেন মোদি।
বারবার কেদারনাথে:
প্রধানমন্ত্রী হওয়ার পর এর আগে ৫ বার কেদারনাথে এসেছেন নরেন্দ্র মোদি। ২০১৭ সালেই এসেছেন ২ বার। ২০১৮-এ এসেছন ১ বার, তার পরের বছর, ২০১৯-সালে ফের কেদারনাথে যান নরেন্দ্র মোদি। এরপর ২০২১-এর পর এবার ২০২২-এও মোদি কেদারনাথে এলেন। অর্থাত্, ২০১৭-থেকে প্রতি বছরই দেবভূমে এসেছেন প্রধানমন্ত্রী।
Uttarakhand | PM Narendra Modi arrives in Badrinath along with CM Pushkar Singh Dhami & Governor Lt Gen (Retd) Gurmeet Singh pic.twitter.com/sNpUdattIt
— ANI (@ANI) October 21, 2022
মোদির সফর ঘিরে সেজে উঠেছে কেদারধাম। এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শুধু পুজো দেওয়াই নয়, একাধিক প্রকল্পও উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উন্নয়ন কাজ পরিদর্শন, নতুন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন মোদি। বদ্রীনাথে তাঁর সঙ্গে রয়েছে উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি।
নানা প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন:
কেদারনাথ ও বদ্রীনাথ সফরে প্রধানমন্ত্রী মোদি ৩৪০০ কোটি টাকার প্রকল্পের (Connectivity Project) ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। কেদারনাথের জন্য কেবল কার উপহার দেওয়া হবে, হেমকুন্ড সাহেবের জন্য রোপওয়ে প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। প্রধানমন্ত্রী মোদী মনা গ্রামে রাস্তা ও রোপওয়ে প্রকল্পের ভিত্তিপ্রস্তরও স্থাপন করবেন।
আরও পড়ুন: নিউইয়র্কে গুরুত্ব বাড়ল দীপাবলির, সরকারি স্কুলে ছুটি ঘোষণা