Diwali 2023 New York City: নিউইয়র্কে গুরুত্ব বাড়ল দীপাবলির, সরকারি স্কুলে ছুটি ঘোষণা
Diwali: দীপাবলিতে ছুটি দেওয়ার কথা ঘোষণা করা হল। তবে সেই ছুটি দেওয়া হবে আগামী বছর অর্থাৎ ২০২৩ সাল থেকে।
নয়াদিল্লি: এবার থেকে আমেরিকার মাটিতে দীপাবলির সরকারি উদযাপন। নিউ ইর্য়কের সরকারি স্কুলে (Public School) দীপাবলিতে ছুটি দেওয়ার কথা ঘোষণা করা হল। তবে সেই ছুটি দেওয়া হবে আগামী বছর অর্থাৎ ২০২৩ সাল থেকে।
নিউ ইয়র্কের মেয়র এরিক অ্যাডামস (Eric Adams) এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন। নিউইয়র্কের অ্যাসেম্বলির সদস্য জেনিফার রাজকুমার এবং নিউ ইয়র্ক সিটি স্কুল চ্যান্সেলর ডেভিড ব্যাঙ্কসকে সঙ্গে নিয়ে এই ঘোষণা করেন।
New York City announces public school holiday on Diwali from 2023
— ANI Digital (@ani_digital) October 21, 2022
Read @ANI Story | https://t.co/Ke4YXI2fj7#Diwali #Diwali2022 #NYC #NewYorkCity #PublicSchoolHoliday pic.twitter.com/BhOfprEA6D
কী বলেছেন মেয়র:
নিউইয়র্কের সরকারি স্কুলে দীপাবলির ছুটি ঘোষণা করে তিনি শহরের সেই বিশাল জনগণকে বার্তা দিতে চেয়েছেন যাঁরা এই সময়টা উদযাপন করেন। পাশাপাশি তিনি বলেছেন, 'এটা একটা শিক্ষণীয় সময়। কারণ যখন আমরা দীপাবলিকে মান্যতা দিই। তখন আমরা শিশুদের দীপাবলির বিষয়ে জানতে উৎসাহ দিই। আমরা তাদের শেখাবে যে আলোর উৎসব কীভাবে পালন করা হয়। নিজেদের মধ্যে কীভাবে আলো জ্বালতে হয়।' তাঁর অফিস থেকে একটি টুইটও করা হয়েছে।
Thank you New York Mayor Eric Adams @NYCMayor for making #Diwali a public school holiday in New York City.
— India in New York (@IndiainNewYork) October 20, 2022
Happy Diwali!
Link: https://t.co/rvoGL82OAm@IndianDiplomacy @MEAIndia @IndianEmbassyUS @DDNational @DDNewslive @airnewsalerts pic.twitter.com/QgM5e5M0bp
নিউইয়র্কে ভারতের কনসাল জেনারেল রনধীর জয়সোয়াল এই সিদ্ধান্তের জন্য নিউইয়র্কের মেয়রকে ধন্যবাদ জানিয়েছেন। সংবাদ সংস্থা পিটিআইকে তিনি জানিয়েছেন, ভারতীয়-আমেরিকানদের তরফ থেকে এটা দীর্ঘদিনের দাবি ছিল। এই সিদ্ধান্তের ফলে নিউইয়র্কের বহুত্ববাদ অন্য একটি মাত্রা পেল।
Thank you New York Mayor Eric Adams @NYCMayor for making #Diwali a public school holiday in New York City.
— India in New York (@IndiainNewYork) October 20, 2022
Happy Diwali!
Link: https://t.co/rvoGL82OAm@IndianDiplomacy @MEAIndia @IndianEmbassyUS @DDNational @DDNewslive @airnewsalerts pic.twitter.com/QgM5e5M0bp
কী বলেছেন জেনিফার রাজকুমার:
নিউইয়র্কের অ্যাসেম্বলির সদস্য জেনিফার রাজকুমার বলেছেন, নিউইয়র্কে ২ লক্ষেরও বেশি হিন্দু, বৌদ্ধ, শিখ এবং জৈন ধর্মাবলম্বী থাকেন যাঁরা দীপাবলি পালন করেন। তাঁদের মান্যতা দেওয়ার সময় এসে গিয়েছে।' এই সিদ্ধান্ত নেওয়ার জন্য নিউ ইয়র্কের মেয়রকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।
Thank you for the outpouring of support and celebration about my announcement today with @NYCMayor and @DOEChancellor on Diwali becoming a school holiday. For more details, see my press release. #GetStuffDone pic.twitter.com/MoGKwk5Kp4
— Jenifer Rajkumar (@JeniferRajkumar) October 20, 2022
চলতি সপ্তাহে, রাজকুমার একটি আইন প্রবর্তন করেন যা স্কুল ক্যালেন্ডারে দীপাবলির ছুটির জন্য জায়গা করে দেয়। এর আগে ওই দিনে 'অ্যানিভার্সারি ডে' পালিত হতো। যা বর্তমান সময় অচল। তাই সেটিকে বাতিল করে তার জায়গায় দীপাবলিকে ছুটির দিন হিসেবে আনা হয়েছে বলে জানিয়েছে রাজকুমার।
আরও পড়ুন: দীপাবলির আগে কেদারনাথে পুজো মোদির, বদ্রিনাথে রাত্রিবাস