PM Modi In Himachal : হিমাচলে প্রায় ১১ হাজার কোটি টাকার জলবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী
PM Modi In Himachal Update : বহু আগে অনুমোদন মিললেও, দীর্ঘ তিন দশক ধরে আটকে ছিল রেণুকাজি বাঁধ প্রকল্পের কাজ। এদিন ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী।
নয়াদিল্লি : উত্তরপ্রদেশের পর হিমাচল। আজ মান্ডিতে প্রায় ১১ হাজার কোটি টাকার জলবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী। পাশাপাশি, হিমাচল প্রদেশে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের সম্মেলনেও যোগ দেবেন তিনি।
বহু আগে অনুমোদন মিললেও, দীর্ঘ তিন দশক ধরে আটকে ছিল রেণুকাজি বাঁধ প্রকল্পের কাজ। এদিন ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। হিমাচল প্রদেশ, উত্তরপ্রদেশ, হরিয়ানা, পাঞ্জাব, উত্তরাখণ্ড ও দিল্লি - এই ৬ রাজ্যের মিলিত সহযোগিতায় এই প্রকল্পের কাজ শুরু করা হচ্ছে। ৭ হাজার কোটি টাকার খরচে তৈরি ৪০ মেগা ওয়াটের এই প্রকল্পে বিশেষভাবে উপকৃত হবে দিল্লি।
একাধিক উদ্বোধনী ও ভিত্তি প্রস্থর স্থাপন অনুষ্ঠানের আগে প্রধানমন্ত্রী হিমাচল প্রদেশ গ্লোবাল ইনভেস্টর মিটে যোগ দেবেন। এই সম্মেলনের হাত ধরেই হিমাচলে প্রায় ২৮ হাজার কোটি টাকার বিনিয়োগ আসতে চলেছে।
অন্যদিকে, আগামীকাল (২৮ ডিসেম্বর ) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কানপুর মেট্রো রেল প্রকল্পের বাকি অংশের উদ্বোধন করবেন। তিনি বিনা-পাঙ্কি মাল্টিপ্রোডাক্ট পাইপলাইন প্রকল্পেরও উদ্বোধন করবেন এবং আইআইটি কানপুরের ৫৪ তম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন। প্রধানমন্ত্রীর কার্যালয় (PMO), একটি বিবৃতিতে বলেছে: "শহরের মধ্যে যাতায়াতের গতি বাড়ানো প্রধানমন্ত্রীর অন্যতম কাজগুলির প্রধান ফোকাস। কানপুর মেট্রো রেল প্রকল্পের সম্পূর্ণ অংশের উদ্বোধন এই দিকে আরও একটি পদক্ষেপ। এই ৯ কিলোমিটার দীর্ঘ মেট্রোপথ IIT কানপুর থেকে মতি ঝিল পর্যন্ত সংযুক্ত করবে।"