Governor Reshuffle: একাধিক রাজ্যে রাজ্যপাল বদল রাষ্ট্রপতির, কী হল পশ্চিমবঙ্গে?
President Appoints Governors: একাধিক রাজ্যে নতুন রাজ্যপাল নিযুক্ত করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। পদত্যাগপত্র গ্রহণ করলেন পাঞ্জাবের রাজ্যপাল বানোয়ারি লালের।
নয়াদিল্লি: পাঞ্জাবের রাজ্যপাল ও কেন্দ্রশাসিত চণ্ডীগড়ের প্রশাসক বানোয়ারি লালের ইস্তফা গ্রহণ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্ম(President Droupadi Murmu)। পাশাপাশি বদল করলেন দেশের একাধিক রাজ্যের রাজ্যপালও governors Change)।
রাষ্ট্রপতি ভবন সূত্রে জানা গেছে, বানোয়ারি লালের ইস্তফা গ্রহণ করে তাঁর জায়গায় অসমের রাজ্যপাল গুলাব চন্দ্র কাটারিয়াকে পাঞ্জাবের রাজ্যপাল ও চণ্ডীগড়ের প্রশাসক হিসেবে নিযুক্ত করেছেন রাষ্ট্রপতি।
এর পাশাপাশি রাজস্থানে রাজ্যপাল হিসেবে নিযুক্ত করা হয়েছে হরিবাহু কিষানরাও বাগদে, তেলেঙ্গানার রাজ্যপাল পদে জিষ্ণু দেব বর্মা, সিকিমে ওমপ্রকাশ মাথুর ও ঝাড়খণ্ডে সন্তোষ কুমার গাঙ্গওয়ার।
ঝাড়খণ্ডের রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণনকে তেলেঙ্গানার রাজ্যপালের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছিল। এবার তাঁকে মহারাষ্ট্রের রাজ্যপালের দায়িত্ব দেওয়া হয়েছে। ছত্তিশগড়ের রাজ্যপাল হিসেবে নিযুক্ত করা হয়েছে রমেন ডেকাকে আর সিএইচ বিজয়াশঙ্করকে দায়িত্ব দেওয়া হয়েছে মেঘালয়ের রাজ্যপালের দায়িত্ব।
আরও পড়ুন: Mirzapur News: যোগীরাজ্যে বরখাস্ত তোলাবাজিতে দোষী সাব্যস্ত ২৯ জন পুলিশকর্মী
সিকিমের দায়িত্ব থাকা লক্ষ্মণ প্রসাদ আচার্য্যকে অসমের রাজ্যপাল হিসেবে নিযুক্ত করার পাশাপাশি মণিপুরের রাজ্যপাল হিসেবেও অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। কেন্দ্রশাসিত পুদুচেরির লেফটেন্যান্ট গর্ভনর হিসেবে দায়িত্ব দেওয়া হল কে কৈলাশনাথনকে।
Haribhau Kisanrao Bagde appointed as Governor of Rajasthan.
— ANI (@ANI) July 28, 2024
Jishnu Dev Varma appointed as Governor of Telangana.
Om Prakash Mathur appointed as Governor of Sikkim.
Santosh Kumar Gangwar appointed as Governor of Jharkhand.
Ramen Deka appointed as Governor of Chhattisgarh.… pic.twitter.com/T1aqpI0qPJ
রাষ্ট্রপতি ভবনের প্রকাশিত সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নবনিযুক্ত রাজ্যপালরা যেদিন তাঁদের নতুন অফিসের দায়িত্ব গ্রহণ করবেন সেদিন থেকেই তাঁদের নিয়োগ কার্যকরী হবে।
The President of India appoints K. Kailashnathan as Lt. Governor of Puducherry with effect from the date he assumes charge of his office: Rashtrapati Bhavan
— ANI (@ANI) July 27, 2024
বিভিন্ন রাজ্যে রাজ্যপাল বদল নিয়ে বিরোধীরা প্রশ্ন তুললেও একাধিক রাজ্যে রাজ্যপাল বদলের ঘটনা রুটিনমাফিক বলে জানানো হয়েছে রাষ্ট্রপতি ভবনের তরফে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।