Mirzapur News: যোগীরাজ্যে বরখাস্ত তোলাবাজিতে দোষী সাব্যস্ত ২৯ জন পুলিশকর্মী
Mirzapur Cops Suspended: তোলাবাজির দায়ে দোষী সাব্যস্ত ২৯ জন পুলিশকর্মীকে বরখাস্ত করল পুলিশ। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কুখ্যাত এলাকা মির্জাপুরে।
মির্জাপুর: ওয়েব সিরিজের দৌলতে এখন মির্জাপুরের (Mirzapur) গ্যাংওয়ারের সম্পর্কে অনেকেই ওয়াকিবহাল। সেই কুখ্যাত জায়গায় এবার তোলাবাজিতে (extortion) দোষী সাব্যস্ত ২৯ জন পুলিশকর্মীকে বরখাস্ত করল উত্তরপ্রদেশ পুলিশ। জেলার বিভিন্ন পুলিশ স্টেশনে দীর্ঘদিন ধরে কর্মরত ওই পুলিশকর্মীদের পোস্টের অপব্যবহার করে তোলাবাজি চালাচ্ছিল বলে অভিযোগ উঠেছিল।
আরও পড়ুন: Delhi Coaching Centre Mishap: হঠাৎ জলের তলায় দিল্লির IAS কোচিং সেন্টারের বেসমেন্ট, প্রাণ গেল ২ ছাত্রীর, নিখোঁজ আরও ১ !
উত্তরপ্রদেশ-বিহার সীমান্তে লরি চালকদের থেকে তোলাবাজি চালিয়ে টাকা নেওয়ার অভিযোগে দুদিন আগে দু-জন পুলিশ কনস্টেবল ও ১৬ জন টাউটকে গ্রেফতার করে পুলিশ। তারপর তদন্তে ধৃতদের বিরুদ্ধে নিজেদের ক্ষমতার অপব্যবহার তোলাবাজি ও অন্যান্য অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত প্রমাণ পাওয়া যায়। তার ভিত্তিতে মির্জাপুর পুলিশ সুপার অভিনন্দন ধৃত পুলিশকর্মীদের বরখাস্ত করার সিদ্ধান্ত নেন।
এপ্রসঙ্গে মির্জাপুরের পুলিশ সুপার অভিনন্দন জানান, বরখাস্ত হওয়া ওই পুলিশ কর্মীদের বিরুদ্ধে ধারাবাহিক ভাবে তোলাবাজি ও খারাপ ব্যবহারের একাধিক অভিযোগ এসেছিল। সেই অভিযোগ খতিয়ে দেখে ২৯ জন পুলিশকর্মীকে কর্তব্য থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে পাওয়া খবর অনুযায়ী, বরখাস্ত হওয়া ওই পুলিশকর্মীরা হল মির্জাপুর শহরের দুই হেড কনস্টেবল নারভেশ কুমার মিশ্রা ও শুভম কুমার মিশ্র। কাটরা থানার কৃষ্ণ কুমার পাণ্ডে, বিন্ধ্যাচলের চন্দ্রশেখর পাণ্ডে, দেহাত থানার অজয় প্রতাপ সিং, চিলা থানার ভীম কুমার সিং, সুশীল সিং ও রামানন্দ যাদব। বিহারী সিং ও জালা সিং হল পাডরি, কাচ্চায়ার সদানন্দ তিওয়ার এবং চুনারের নাগেন্দ্র সিং, বিবেক কুমার রাই ও মুকেশ চৌহান, শৈলন্দজ্র সিং, পঙ্কজ দুবে জ্ঞানেন্দ্র সিং ও সন্তোষ খারওয়ার, জামালপুরের ভানুপ্রতাপ যাদব ও চন্দ্রশেখর সিং, লালগঞ্জের বীরেন্দ্র কুমার সারোজ ও রাজিত কুমার সারোজ, জিগনার পানিন্দ্র কুমার সিং সহ অন্যান্যরা। এই ঘটনার খবর জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়েছে উত্তরপ্রদেশের পুলিশ মহলে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।