Independence Day 2022: ২০০ কোটি টিকা, নারীর ভোটাধিকার, প্রাক-স্বাধীনতা দিবস ভাষণে সাফল্যের খতিয়ান দিলেন রাষ্ট্রপতি
Droupadi Murmu Maiden Speech: স্বাধীন ভারতের সাফল্যের খতিয়ান দিতে গিয়ে এ দিন শুরুতেই কোভিড টিকাকরণের কথা তুলে ধরেন রাষ্ট্রপতি।
নয়াদিল্লি: রাত পোহালেই স্বাধীনতা দিবস (Independence Day 2022)। তার আগে রাষ্ট্রপতি হিসেবে জাতির উদ্দেশে প্রথমবার ভাষণ দিলেন দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu)। তাতে গত ৭৫ বছরে ভারতের সাফল্যের খতিয়ান তুলে ধরলেন তিনি। তিনি জানিয়েছেন, গোটা বিশ্বকে গণতন্ত্রের কার্যকারিতা বুঝিয়েছে ভারতই। যাবতীয় জল্পনা কল্পনা নস্যাৎ করে সাম্প্রতিক কালে নয়া রূপে অভূতপূর্ব উত্থান ঘটেছে ভারতের, যার সাক্ষী গোটা বিশ্ব।
রাষ্ট্রপতি হিসেবে প্রথম বার জাতির উদ্দেশে ভাষণ দ্রৌপদী মুর্মুর
রবিবার ভাষণের সূচনায় রাষ্ট্রপতি বলেন, ‘‘স্বাধীনতার ৭৫ বছর পূর্তিতে দেশে-বিদেশে থাকা সকল ভারতীয়কে আন্তরিক শুভেচ্ছা। এই সন্ধিক্ষণে দেশবাসীর উদ্দেশে বার্তা দিতে পেরে আপ্লুত আমি। স্বাধীনতার ৭৫ বছর পূর্ণ করছে ভারত। ১৭ অগাস্ট দিনটি দেশভাগের ভয়াহতা স্মরণ দিবস হিসেবে পালিত হচ্ছে, যাতে সামাজিক সম্প্রীতি, ঐক্য প্রচারিত হয়। ১৫ অগাস্ট দিনটিতে ঔপনিবেশিক শাসনের শৃঙ্খল থেকে মুক্ত হয়েছিল ভারত, নিজেদের ভবিষ্যৎ ঠিক করে নিজেরা ঠিক করে নিয়েছিলাম আমরা। যাঁদের আত্মত্যাগে ভারত স্বাধীন হয়েছে, আজ তাঁদের স্মরণ করছি আমরা।’’
স্বাধীন ভারতের সাফল্যের খতিয়ান দিতে গিয়ে এ দিন শুরুতেই কোভিড টিকাকরণের কথা তুলে ধরেন রাষ্ট্রপতি। তিনি বলেন, ‘‘অতিমারিতে যেভাবে পরিস্থিতি সামাল দিয়েছি আমরা, গোটা বিশ্ব তার প্রশংসা করেছে। মানব সভ্যতার ইতিহাসে বৃহত্তম টিকাকরণ অভিযান চালিয়েছি আমরা, তাও আবার দেশীয় টিকা উৎপাদনকারী সংস্থার হাত ধরে। গতমাসেই টিকাকরণে ২০০ কোটির লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গিয়েছি আমরা।’’
প্রাক-স্বাধীনতা ভাষণে মুদ্রাস্ফীতি, অর্থনৈতিক সঙ্কটের কথাও উঠে আসে রাষ্ট্রপতির ভাষণে। তিনি বলেন, ‘‘গোটা বিশ্ব যখন আর্থিক সঙ্কটের সঙ্গে যুঝছে, আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পেরেছি। এগিয়ে চলেছি আমরা। এই মুহূর্তে গোটা বিশ্বে ভারতের অর্থনীতিই দ্রুত বর্ধনশীল অর্থনীতি।’’
স্বাধীনতা সংগ্রামীদের স্মরণ করে রাষ্ট্রপতি বলেন, ‘‘আত্মত্যাগের মাধ্যমে যাঁরা দেশকে স্বাধীনতা এনে দিয়েছেন, আজ তাঁদের নতমস্তকে শ্রদ্ধা জানাচ্ছি। তাবড় গণতান্ত্রিক দেশে ভোটাধিকার পেতে মহিলাদের আন্দোলনে নামতে হয়েছিল। কিন্তু ভারতীয় গণতন্ত্রেরর সূচনাপর্বেই দেশের সমস্ত প্রাপ্তবয়স্ক নাগরিক ভোটাধিকার পান।’’
টিকাকরণ থেকে নারীর ভোটাধিকার ধুঁয়ে গেলেন রাষ্ট্রপতি
স্বাধীনতার শতবর্ষ অর্থাৎ ২০৪৭ সালে দেশের জন্য প্রাণবলি দেওয়া স্বাধীনতা সংগ্রামীদের স্বপ্নপূরণে ভারত সম্পূর্ণ ভাবে সফল হবে বলেও মন্তব্য করেন রাষ্ট্রপতি। তিনি বলেন, ‘‘বাবাসাহেব ভীমরাও অম্বেডকর-সহ সংবিধান প্রণেতারা দেশের যে রূপ কল্পনা করেছিলেন, ২০৪৭-এর মধ্যে তা সামগ্রিক ভাবে প্রণয়ন করতে সফল হব আমরা।’’