Presidential Election 2022 Live: পশ্চিমবঙ্গ থেকে ঐতিহাসিক লিড দেব যশবন্ত সিন্হাকে, দাবি ফিরহাদের
President Election 2022: দ্রৌপদী মুর্মুর রাষ্ট্রপতি হওয়া কি নিছকই সময়ের অপেক্ষা? যশবন্ত সিনহার লড়াই কি নেহাতই প্রতীকি? এ রাজ্যে কি রাষ্ট্রপতি ভোটে ক্রস ভোটিং হবে? ২১ তারিখ ফল ঘোষণা
LIVE
Background
কলকাতা: আজ রাষ্ট্রপতি নির্বাচন (President Election 2022)। NDA’র প্রার্থী দ্রৌপদী মুর্মুর (Draupadi Murmu ) সঙ্গে লড়াই বিরোধীদের প্রার্থী যশবন্ত সিন্হার। কিন্তু, নির্বাচনের আগে বিরোধী শিবিরে স্পষ্ট ফাটল যেভাবে সামনে চলে এসেছে, তাতে প্রশ্ন একটাই দ্রৌপদী মুর্মুর রাষ্ট্রপতি হওয়া কি নিছকই সময়ের অপেক্ষা? যশবন্ত সিনহার (Yashwant Sinha) লড়াই কি নেহাতই প্রতীকি?
অঙ্ক বলছে, ভোট-মূল্যের বিচারে নিজেদের জয় নিশ্চিত করে ফেলেছে গেরুয়া শিবির। এনডিএ শিবিরের না হলেও শিবসেনা বিজু জনতা দল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা বহুজন সমাজ পার্টি শিরোমণি অকালি দল YSR কংগ্রেসের মতো দলগুলি জানিয়ে দিয়েছে তারা দ্রৌপদী মুর্মুকেই সমর্থন করছে।
সারা দেশের সমস্ত নির্বাচিত বিধায়ক এবং নির্বাচিত সংসদদের মোট ভোটের পরিমাণ ১০ লক্ষ ৯৮ হাজার ৯০৩। জয়ী প্রার্থীকে পেতে হবে ন্যূনতম ৫ লক্ষ ৪৯ হাজার ৪৫২ ভোট। অঙ্কের হিসাবে অত্যন্ত সহজেই এই লক্ষ্যমাত্রা পেরিয়ে যাবেন এনডিএ পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু।
শুরুতে মনে হয়েছিল বিরোধীরা সর্বসম্মতভাবে প্রার্থী দিতে পারলে বিজেপিকে টক্কর দিতে পারবে। কিন্তু, চমকটা আসে এরপর। NDA’র রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে বিজেপি ঘোষণা করে ওড়িশা বিজেপির আদিবাসী মুখ এবং প্রাক্তন রাজ্যপাল দ্রৌপদী মুর্মুর নাম। আরর এই একটা নামই বিরোধী শিবিরে ফাটল ধরিয়ে দিয়েছে। অর্থাৎ অঙ্কের হিসাবে এনডিএ প্রার্থীর রাইসিনা হিলসে যাওয়া নিশ্চিত। তবে এর মধ্যে একটাই প্রশ্ন, এ রাজ্যে কি রাষ্ট্রপতি ভোটে ক্রস ভোটিং হবে? ২১ তারিখ ফল ঘোষণা।
Presidential Election Live Update: চলছে উপরাষ্ট্রপতি পদে নির্বাচনের তোড়জোড়
উপরাষ্ট্রপতি ভোটে এনডিএ-র জগদীপ ধনকড়ের পাল্টা বিরোধীদের মার্গারেট আলভা। পাওয়ার বাড়িতে যোগ দিলেন বিরোধীদলের বৈঠকে। বৈঠকে বামফ্রন্ট-সহ একাধিক দল থাকলেও ছিল না তৃণমূল।
Presidential Election Live Update: ধনকড়কে নিয়ে ট্যুইট প্রধানমন্ত্রীর
রাষ্ট্রপতি নির্বাচনের পাশাপাশিই চলছে উপরাষ্ট্রপতি ভোটের তোড়জোড়। ‘একজন অতুলনীয় ও প্রেরণাদায়ক উপরাষ্ট্রপতি হবেন জগদীপ ধনকড়’, ট্যুইট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। আজ নরেন্দ্র মোদীর উপস্থিতিতে মনোনয়ন জমা দেন জগদীপ ধনকড়
Presidential election Update: কে আদিবাসীদের বেশি কাছের?
কে আদিবাসীদের বেশি কাছের? রাষ্ট্রপতি ভোটে বিধানসভায় এই প্রশ্নেই টক্কর দেখা গেল বিজেপি ও তৃণমূলের। আদিবাসী সমাজে যে উত্তরীয় পরার প্রচলন রয়েছে, এদিন সেই রকম উত্তরীয় পরে বিধানসভায় ভোট দিতে আসেন বিজেপি বিধায়করা। অন্যদিকে, এদিনই আদিবাসী গানে গলা মেলান তৃণমূল বিধায়ক ও প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা এবং জ্যোৎস্না মাণ্ডি।
Presidential Election Live Update: হোটেলে বিজেপি বিধায়কদের কী খাবারের মেনু ছিল, প্রকাশ্যে তালিকা
রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে রিসর্ট-রাজনীতি বাংলায়? শুরু চর্চা। বিজেপি বিধায়কদের ভোটের আগে যে হোটেলে রাখা হয়েছিল, তার মেনুও সামনে এল এদিন। ভাত, ডাল, বেগুন ভাজা, বাটার নান, পনির মশলা, পোলাও, মাটন বিরিয়ানি-সহ একাধিক খাবার ছিল বুফে-র মেনুতে।
Presidential election Update: তৃণমূলকেই ভোট দিয়েছি, দাবি মুকুল রায়ের
রাষ্ট্রপতি নির্বাচনে বিধানসভায় গিয়ে ভোট দিলেন বিধায়ক মুকুল রায়। জানালেন, তৃণমূলের প্রার্থী জিতবে। সঙ্গে সংযোজন, আমি বিজেপির বিধায়ক।