Presidential Poll Result: ৫৪০ জন সাংসদের ভোট, প্রথম রাউন্ডে অনেকটাই এগিয়ে দ্রৌপদী মুর্মু
Presidential Election Result: রামনাথ কোবিন্দের পরে দেশের রাষ্ট্রপতি কে? উত্তর মিলবে আর কিছুক্ষণের মধ্যেই।
নয়াদিল্লি: রামনাথ কোবিন্দের পরে দেশের রাষ্ট্রপতি কে? উত্তর মিলবে আর কিছুক্ষণের মধ্যেই। আপাতত, সাংসদদের ভোটের গণনা শেষ। দ্রৌপদী মুর্মুকে ৫৪০ জন সাংসদ ভোট দিয়েছেন। এখনও পর্যন্ত দ্রৌপদী মুর্মুর প্রাপ্ত ভোটের ভ্যালু ৩৭৮০০০। যশবন্ত সিনহাকে ২০৮ জন সাংসদ ভোট দিয়েছেন। এখনও পর্যন্ত যশবন্ত সিনহা প্রাপ্ত ভোটের ভ্যালু ১৪৫৬০০। ১৫টি ভোট অবৈধ ঘোষিত হয়েছে।
সামগ্রিক পরিস্থিতির বিচারে রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে এগিয়ে দ্রৌপদী মুর্মু। আর কিছুক্ষণের মধ্যেই জানা যাবে ফল।
টানটান উত্তেজনা:
গত সোমবার রাষ্ট্রপতি নির্বাচনে দেশজুড়ে ভোট দিয়েছেন সাংসদ-বিধায়করা। আর তা ঘিরেও বাংলায় টানটান উত্তেজনা দেখা যায়। অঙ্কের নিরিখে জয়ের সম্ভাবনা অনেক বেশি এনডিএ পদপ্রার্থী দ্রৌপদী মুর্মুর। এনডিএ-র বাইরে থাকা একাধিক রাজনৈতিক দলও দ্রৌপদী মুর্মুকে সমর্থন জানিয়েছিল। তবে ভোটের দিন উঠে এসেছে ক্রস ভোটিংয়ের কথাও। একই প্রসঙ্গ উঠে এসেছে বাংলাতেও। যা নিয়ে তরজায় জড়িয়ে শাসক-বিরোধী দলের নেতারা। রাষ্ট্রপতি পদের ভোট গোপন ব্যালটে হয়। ফলে কে কাকে ভোট দিলেন তা দেখা যায় না। সোমবারের ভোটের পরেই অন্য রাজ্যের কিছু বিধায়ক নিজেরাই ক্রস ভোটিংয়ের কথা জানিয়েছিলেন। ওড়িশায় কংগ্রেস বিধায়ক মহম্মদ মৌকিম, NDA প্রার্থী দ্রৌপদী মুর্মুকে ভোট দিয়েছেন বলে নিজেই জানিয়েছিলেন। একই পথে হেঁটেছিলেন গুজরাতের এনসিপি বিধায়ক কান্ধল জাডেজা। তিনিও যশবন্ত সিনহার বদলে দ্রৌপদী মুর্মুকে ভোট দেন। উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির বিধায়ক শাহজিল ইসলামও দলের বিরুদ্ধে গিয়ে এনডিএ প্রার্থীকে ভোট দিয়েছিলেন বলে জানিয়েছিলেন। গুজরাতেও কংগ্রেসের অন্তত ৪ জন বিধায়ক NDA প্রার্থীকে ভোট দিয়েছেন বলে অভিযোগ। অসমেও কংগ্রেসের অন্তত ২০ জন বিধায়ক দ্রৌপদী মুর্মুকে ভোট দেন বলে অভিযোগ করেছেন AIUDF বিধায়ক করিমউদ্দিন বরভুইয়া।
এদিকে বাংলায় পঞ্চায়েতের আগে সব দলের নজর রয়েছে বাংলার আদিবাসী সমাজের দিকে। রাষ্ট্রপতি নির্বাচনে দ্রৌপদী মুর্মুকে প্রার্থী করার পর বিজেপি দাবি করেছে, তারাই একমাত্র আদিবাসী সমাজের পাশে রয়েছে। সোমবার ভোট দিতে বিধানসভায় আসা বিজেপি বিধায়কের গলাতেও ছিল বিশেষ উত্তরীয়। আদিবাসী সমাজে এই উত্তরীয় পরার প্রচলন রয়েছে। ভোটের দিন সেইরকম উত্তরীয় পরে বিধানসভায় ভোট দিতে আসেন বিজেপি বিধায়করা। উল্টোদিকে বিধানসভায় ভোটের লাইনে দাঁড়িয়ে আদিবাসী গানের মধ্যে দিয়েই বিজেপিকে কটাক্ষ করেন, বাঁকুড়ার রানিবাঁধের তৃণমূল বিধায়ক ও খাদ্য প্রতিমন্ত্রী জ্যোৎস্না মাণ্ডি ও ঝাড়গ্রামের তৃণমূল বিধায়ক ও বন প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা।
আরও পড়ুন: বিশ্বের চতুর্থ ধনী ব্যক্তি গৌতম আদানি, পিছনে ফেললেন বিল গেটসকেও, অম্বানী আরও পিছিয়ে