Gautam Adani Net Worth: বিশ্বের চতুর্থ ধনী ব্যক্তি গৌতম আদানি, পিছনে ফেললেন বিল গেটসকেও, অম্বানী আরও পিছিয়ে
Forbes' Real-Time Billionaires List: আন্তর্জাতিক পত্রিকা ফোর্বস-এর ওয়র্ল্ড রিয়েল টাইম বিলিয়নেয়ার্স তালিকায় চতুর্থ স্থান পেয়েছেন আদানি।
নয়াদিল্লি: সম্পত্তির নিরিখে এ বার বিল গেটসকেও (Bill Gates) পিছনে ফেললেন ভারতীয় শিল্পপতি গৌতম আদানি (Gautam Adani)। বিশ্বের সেরা ধনকুবেরের তালিকায় চতুর্থ স্থান দখল করলেন তিনি ( 4th Richest In The World)। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ১১৫.৫ বিলিয়ন ডলার, ভারতীয় হিসেবে যা প্রায় ১১ হাজার ৫৫০ কোটি ডলার। সেই তুলনায় মাইক্রোসফ্ট সহ-প্রতিষ্ঠাতা গেটসের সম্পত্তির পরিমাণ ১০৪.০৬ বিলিয়ন ডলার, ভারতীয় হিসেবে ১০ হাজার ৪৬০ কোটি ডলার।
বিশ্ব ধনী তালিকায় চতুর্থ গৌতম আদানি
আন্তর্জাতিক পত্রিকা ফোর্বস-এর ওয়র্ল্ড রিয়েল টাইম বিলিয়নেয়ার্স তালিকায় চতুর্থ স্থান পেয়েছেন আদানি। যে সময়ে হিসেব নিকেশ হয়েছে, সেই সময় কার কত সম্পত্তি, তার নিরিখে ক্রমাঙ্ক সাজানো হয়েছে। ওই তালিকায় দশম স্থানে রয়েছেন রিলায়্যান্স কর্ণধার মুকেশ আম্বানি। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৯০ বিলিয়ন অর্থাৎ ৯ হাজার কোটি ডলার দেখানো হয়েছে।
এই তালিকার একেবারে শীর্ষে রয়েছেন স্পেস এক্স এবং টেসলা কর্ণধার ইলন মাস্ক। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ২৩৫.৮ বিলিয়ন ডলার, ভারতীয় হিসেবে যা প্রায় ২৩ হাজার ৫০০ কোটি ডলার। মাইক্রোব্লগিং সাইট ট্যুইটার কিনে নেওয়ার ঘোষণা করে সম্প্রতি সাড়া ফেলে দেন মাস্ক। শেষমেশ চুক্তি থেকে সরে আসেন তিনি। এই মুহূর্তে তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ করার পথে হাঁটছে ট্যুইটার।
আরও পড়ুন: Sonia Gandhi: আজ ইডি-র দফতরে হাজিরা সনিয়ার, সকাল সকাল মায়ের কাছে প্রিয়ঙ্কা, তেতে উঠছে দিল্লি
তবে এই তালিকায় আদানির উত্তান রীতিমতো চখে পড়ার মতো। ক্ষুদ্র ব্যবসায় ভর করে নিজের জন্য আস্ত সাম্রাজ্য গড়ে তুলেছেন তিনি। বন্দর, খনি, বিদ্যুৎ, তাঁর সাম্রাজ্য থেকে বাদ নেই কিছুই।
রকেট গতিতে উত্থান আদানির
গত দু’বছরে আক্ষরিক অর্থেই রকেট গতিতে উত্থান ঘটেছে আদানির। এই সময়সীমার মধ্যে তাঁর সম্পত্তির ৬০০ শতাংশ বৃদ্ধি ঘটেছে বলে দাবি অর্থনৈতিক বিশেষজ্ঞদের। ভারতীয় অর্থনীতিকে ঘুরিয়ে দাঁড় করাতে তাঁকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্তরী নরেন্দ্র মোদিও। তাতেই তিনি অম্বানিকে ঢের পিছনে ফেলে দিয়েছেন বলে দাবি অর্থনৈতিক সংস্থা ব্লুমবার্গের।