Kiran Bedi: ভোটের মুখে পুদুচেরির লেফটন্যান্ট গভর্নর পদ থেকে সরানো হল কিরণ বেদিকে
কংগ্রেসের এক মন্ত্রী জানিয়েছেন, মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেবেন নারায়ণস্বামী।
পুদুচেরি: রাজনৈতিক সঙ্কটের মধ্যেই পুদুচেরির লেফটন্যান্ট গভর্নর পদ থেকে সরিয়ে দেওয়া হল কিরণ বেদিকে। তেলঙ্গানার রাজ্যপাল তামিলিসাই সৌন্দরারাজনকে দেওয়া হয়েছে অতিরিক্ত দায়িত্ব।
এদিন রাষ্ট্রপতি ভবন থেকে এক বিবৃতির মাধ্যমে এই নির্দেশ দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, নতুন লেফটেন্যান্ট গভর্নর দায়িত্ব না নেওয়া পর্যন্ত তেলঙ্গনার রাজ্যপাল আপাতত অতিরিক্ত দায়িত্ব নেবেনি
পুদুচেরিতে ভোটের মুখে কিরণ বেদির অপসারণ ঘিরে তৈরি হয়েছে জল্পনা। এদিন পুদুচেরির সমাজ কল্যাণ মন্ত্রী কান্দাস্বামী অভিযোগ করেন, গত সাড়ে চার বছর ধরে প্রধানমন্ত্রী এবং কিরণ বেদি কংগ্রেস সরকারকে নানাভাবে বিব্রত করে গেছে।
গত সপ্তাহে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন পুদুচেরির মুখ্যমন্ত্রী ভি নারায়ণস্বামী। তার ৬ দিন পরেই সরিয়ে দেওয়া হল কিরণ বেদিকে। দলের চার বিধায়ক ইস্তফা দেওয়ায় সংখ্যালঘু হয়ে পড়েছে কংগ্রেস সরকার।
এদিন কংগ্রেসের এক মন্ত্রী জানিয়েছেন, মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেবেন নারায়ণস্বামী।
মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা জানিয়েছেন, তামিলনাড়ু ও পুদুচেরিতে একসঙ্গেই নির্বাচন হবে। যদিও, তারিখ এখনও ঘোষণা করা হয়নি।