Sanna Irshad Mattoo: কাশ্মীরি চিত্র সাংবাদিকের উড়ানে নিষেধাজ্ঞা, বাতিল হল পুলিৎজার প্রাপ্ত সানা মাট্টুর পাসপোর্টও
Jammu And Kashmir: লাল স্ট্যাম্প বসানো সেই বাতিল বোর্ডিং পাস এবং পাসপোর্টের ছবি সোশ্য়াল মিডিয়ায় তুলে ধরেছেন ওই সাংবাদিক, সানা।
নয়াদিল্লি: আন্তর্জাতিক পুলিৎজার পুরস্কার বিজয়ী (Pulitzer-Winning Photojournalist) কাশ্মীরি চিত্র-সাংবাদিক সানা ইরশাদ মাট্টুকে (Sanna Irshad Mattoo) বিদেশ যাত্রায় বাধা। প্যারিসে একটি বইয়ের উদ্বোধন এবং চিত্র প্রদর্শনীতে যোগ দিতে যাচ্ছিলেন তিনি। দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দর (Delhi Airport) থেকে রওনা দেওয়ার কথা ছিল। কিন্তু সেখানে তাঁকে বিমানে উঠতে দেওয়া হয়নি বলে অভিযোগ সানার। বাতিল করে দেওয়া হয় তাঁর বোর্ডিং পাস, এমনকি পাসপোর্টটিও। লাল স্ট্যাম্প বসানো সেই বাতিল বোর্ডিং পাস এবং পাসপোর্টের ছবি সোশ্য়াল মিডিয়ায় তুলে ধরেছেন ওই সাংবাদিক, সানা।
কাশ্মীরি চিত্র-সাংবাদিককে দিল্লি বিমানবন্দরে আটকানো হল
শনিবার সোশ্যাল মিডিয়ায় সানা লেখেন, "২০২০ সালের সেরেনডিপিটি আর্লে গ্রান্ট বিজয়ী ১০ জনের মধ্যে একজন হওয়ায় একটি বইয়ের উদ্বোধন এবং চিত্র প্রদর্শনীতে যোগ দিতে আজ দিল্লি থেকে প্যারিস যাওয়ার কথা ছিল। ফরাসি ভিসাও পেয়ে গিয়েছিলাম। কিন্তু দিল্লি বিমানবন্দরে অভিবাসন বিভাগের ডেস্ক আমাকে আটকায়। কোনও কারণ জানানো হয়নি আমাকে। শুধু বলা হয়, আন্তর্জাতিক যাত্রা করতে পারব না আমি।"
I was scheduled to travel from Delhi to Paris today for a book launch and photography exhibition as one of 10 award winners of the Serendipity Arles grant 2020. Despite procuring a French visa, I was stopped at the immigration desk at Delhi airport. (1/2) pic.twitter.com/OoEdBBWNw6
— Sanna Irshad Mattoo (@mattoosanna) July 2, 2022
আরও পড়ুন: Teesta Seetalvad Update:তিস্তা শীতলওয়াড়, আর বি শ্রীকুমারকে ১৪ দিনের জেল হেফাজত গুজরাতের কোর্টের
সানা যে ছবি পোস্ট করেছেন, তাতে এয়ার ইন্ডিয়ার বোর্ডিং পাস এবং তাঁর পাসপোর্টে লাল স্ট্যাম্পের দাগ রয়েছে, যাতে লেখা রয়েছে 'cancelled without prejudice'।
এখনও পর্যন্ত যে খবর মিলেছে, সেই অনুযায়ী, জম্মু-কাশ্মীর পুলিশ (Jammu And Kashmir) সানার বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করেছে। তার জন্যই তাঁকে বিদেশ যেতে দেওয়া হয়নি। কোনও ব্যক্তির উপর নজরদারির নির্দেশ থাকলে বিমান এবং বন্দ কর্তৃপক্ষের কাছেও লুক আউট নোটিস জারি করে তদন্তকারী সংস্থাগুলি, যাতে তাঁরা কোনও ভাবে দেশের বাইরে পা রাখতে না পারেন।
সানাকে বিদেশ যাত্রায় বাধা দেওয়ার এই সিদ্ধান্তের তীব্র নিন্দা করেছে জম্মু-কাশ্মীরের সাংবাদিক মহল। উপত্যকার জার্নালিস্ট ফেডারেশন ট্যুইটারে লেখে, "উড়ান নিষেধাজ্ঞার তালিকা দেখিয়ে বহু জনকেই এ ভাবে হেনস্থা করা হয়েছে। অথচ ওই তালিকার অস্তিত্ব নিয়েই ধন্ত রয়েছে। কোনও পক্ষই এমন কোনও তালিকার কথা স্বীকার করে না। কাশ্মীরের সাংবাদিকরা চিরকাল প্রতিকূল পরিস্থিতির মধ্যে কাজ করে এসেছেন। প্রাণের ঝুঁকি নিয়েও সংবাদমাধ্যমের স্বাধীনতাকে সবকিছুর থেকে এগিয়ে রেখেছেন। সানা ইরশাদ মাট্টুর সমব্যথী আমরা। "
সানা ইরশাদ মাট্টুর পাসপোর্ট বাতিল
আন্তর্জাতিক স্তরে সাংবাদিকতার সর্বোচ্চ পুরস্কার পুলিৎজার। করোনা কালে অসম্ভব ভাল কাজের জন্য ওই পুরস্কার পেয়েছিলেন সানা। আদনান আবিদি, অমিত দাভে এবং আফগানিস্তানে নিহত দানিশ সিদ্দিকিও ওই সম্মান পান। দু'বার পুলিৎজার পান দানিশ, মরণোত্তর সম্মান হিসেবে শেষ বার ওই পুরস্কার পান।