(Source: ECI/ABP News/ABP Majha)
Rajya Sabha Bypolls: ২৯ নভেম্বর রাজ্যসভার উপনির্বাচন, ঘোষণা নির্বাচন কমিশনের
আজ উপনির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। অর্পিতা ঘোষের ছেড়ে যাওয়া রাজ্যসভার আসনে ভোট হবে।
কলকাতা: বাংলা থেকে খালি হওয়া রাজ্যসভার আসনে উপনির্বাচন (Rajya Sabha Bypolls )। আগামী ২৯ নভেম্বর রাজ্যসভার আসনে উপনির্বাচন। ঘোষণা করল নির্বাচন কমিশন (Election Commission of India)। অর্পিতা ঘোষের ছেড়ে যাওয়া রাজ্যসভার আসনে ভোট হবে। বাংলার পাশাপাশি কেরলের একটি আসনেও একইদিনে উপনির্বাচন।
১৫ সেপ্টেম্বর রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দেন অর্পিতা ঘোষ। দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশে সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন তিনি। রাজ্যসভার চেয়ারম্যানের কাছে পদত্যাগপত্র দেন অর্পিতা। জানা যায়, রাজ্যসভার চেয়ারম্যান কথা উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু অর্পিতার পদত্যাগপত্র গ্রহণ করেন। রাজ্যসভার সচিবালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। তৃণমূল সূত্রে জানা যায়, দলের গুরুত্বপূর্ণ সাংগঠনিক পদে তাঁকে কাজে লাগানো হবে। সেই কারণেই তাঁকে শীর্ষ নেতৃত্ব তাঁকে ইস্তফা দিতে বলেন। আগামী দিনে সাংগঠনিক পদে গুরুত্বপূর্ণ ভূমিকায় তাঁকে দেখা যাবে। এমনটাই খবর পাওয়া যায় তৃণমূল সূত্রে।
আরও পড়ুন: Sukanta Majumdar : "পশ্চিমবঙ্গ থেকে পরিযায়ী শ্রমিকরা কেন গোয়ায় কাজ করতে যান ?" মমতাকে খোঁচা সুকান্তর
উল্লেখ্য, বাম আমলে নন্দীগ্রাম-সিঙ্গুর আন্দোলনে পরিচিত মুখ হয়ে উঠেছিলেন নাট্যকর্মী অর্পিতা ঘোষ। সেই সূত্রে তৃণমূলের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ যোগাযোগ গড়ে ওঠে। সেইসময় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকা বিদ্বজ্জনেদের তালিকায় প্রথমসারিতেই ছিলেন অর্পিতা। ২০১৪-র লোকসভা নির্বাচনে তিনি বালুরঘাট থেকে তৃণমূল প্রার্থী হিসেবে জয়ী হয়েছিলেন। ২০১৯-এর লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের কাছে হেরে গিয়েছিলেন তিনি। এরপর ২০২০-তে তৃণমূলের রাজ্যসভার প্রার্থী হিসেবে জিতেছিলেন অর্পিতা। চলতি বছর সংসদের বাদল অধিবেশনে রাজ্যসভায় বিশৃঙ্খলা তৈরির অভিযোগে যে সাংসদদের সাসপেন্ড করা হয়েছিল, তাঁদের মধ্যে ছিলেন অর্পিতাও।
আরও পড়ুন: Rajib Banerjee: "আমি লজ্জিত, স্বীকার করছি ভুল করেছিলাম,'' তৃণমূলে প্রত্যাবর্তন রাজীবের