Rajib Banerjee: "আমি লজ্জিত, স্বীকার করছি ভুল করেছিলাম,'' তৃণমূলে প্রত্যাবর্তন রাজীবের
দলত্যাগের ৯ মাসের মাথায় তৃণমূলে ফিরলেন রাজীব
আগরতলা: তৃণমূলে (TMC) ফিরলেন রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee)। ৯ মাস পর তৃণমূলে ফিরলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। আগরতলায় অভিষেকের (Abhishek Banerjee) সভামঞ্চে দাঁড়িয়েই পুরনো দলে ফিরলেন তিনি। আলিঙ্গন করে রাজীব বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তৃণমূলে ফিরে এসে তিনি বললেন, "স্বীকার করছি ভুল করেছিলাম।''
এদিন তিনি বলেন, “জেদের বশে, রাগের বশে ভুল করেছিলাম। সেদিনও অভিষেক বন্দ্যোপাধ্যায় আধঘণ্টা বুঝিয়েছিলেন। সেদিন অভিষেকের কথা শুনলে আজ আরও ভাল কাজ করতে পারতাম।’’ তাঁর কথায়, “বিজেপিতে যোগ দেওয়ার আগে আমাকে ভুল বোঝানো হয়েছিল। বলা হয়েছিল, বাংলার উন্নয়ন শুধু বিজেপি করতে পারে। আর যেন কেউ বিজেপির কথায় প্রভাবিত না হয়। বিজেপিতে যোগ দিয়ে বলতাম ডবল ইঞ্জিন সরকারের কথা। কিন্তু ত্রিপুরা থেকেই বন্ধুরা বলেছিলেন এখানে সিঙ্গল ইঞ্জিন সরকারও চলছে না। তুমি বোধহয় ভুল করে ফেলেছো।
একইসঙ্গে এদিন রাজীব বলেন, “ত্রিপুরায় কোনও গণতন্ত্র নেই। বিজেপিতে গিয়ে দুয়ারে সরকার, স্বাস্থ্যসাথীর সমালোচনা করেছিলাম। আমি ভুল করেছিলাম, স্বীকার করছি। বিজেপি না করলেই এজেন্সি দিয়ে ভয় দেখানো হচ্ছে। ত্রিপুরায় কোনও গণতন্ত্র নেই। অনেক আশা করে মানুষ ত্রিপুরায় পরিবর্তন এনেছিল। কিন্তু এখন মানুষ বলছেন অবাধ নির্বাচন হলেই পালটে দেবেন। বিজেপিকে বিশ্বাস করে আর ভুল করবেন না। আমার মতোই আপনাদের বিশ্বাসও ভেঙে ফেলবে বিজেপি।’’
বিধানসভা ভোটের মাসকয়েক আগে, ২০২১-এর ২৯ জানুয়ারি তৃণমূল ছাড়েন রাজীব বন্দ্যোপাধ্যায়। ওইদিন হাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়ে বিধানসভা থেকে বেরিয়েছিলেন তিনি। তার আগে ২২ জানুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভা ইস্তফা দেন ডোমজুড়ের প্রাক্তন বিধায়ক। চার্টার্ড ফ্লাইটে দিল্লি নিয়ে গিয়ে অমিত শাহের বাসভবনে রাজীব বন্দ্যোপাধ্যায়কে দলে যোগদান করিয়েছিল বিজেপি। ছবিটা বদলে যায় একুশের বিধানসভা ভোটের পরেই। ভোটে দলের ভরাডুবি এবং নিজের হারের পর সেই বিজেপির বিরুদ্ধেই ক্ষোভ উগরে দেন রাজীব। ভোটের ফল ঘোষণার পর থেকেই বেসুরো ছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। ফেসবুক পোস্টেও বিজেপি বিরোধী সুর ছিল। সব জল্পনার অবসান ঘটিয়ে ৯ মাস পর 'ঘর ওয়াপসি' রাজীবের।
আরও পড়ুন: Rajib Banerjee: "আমি লজ্জিত, স্বীকার করছি ভুল করেছিলাম,'' তৃণমূলে প্রত্যাবর্তন রাজীবের