Lakhimpur Kheri Violence: ‘ক্রিয়ার প্রতিক্রিয়া’, লখিমপুর খেরির হিংসায় বিজেপি কর্মীদের মৃত্যু সম্পর্কে মন্তব্য টিকায়েতের
এ ব্যাপারে টিকায়েত বলেছেন, হিংসায় যে বিজেপি কর্মীদের মারা হয়েছিল, তা ‘অ্যাকশনের রিয়্যাকশন’। শনিবার টিকায়েত বলেছেন, এই ঘটনার সঙ্গে যুক্তদের তিনি অপরাধী মনে করেন না।
Lakhimpur Kheri Violence: উত্তরপ্রদেশের লখিমপুর খেরির হিংসার ঘটনা ঘিরে ভারতীয় কিষাণ ইউনিয়নের জাতীয় মুখপাত্র রাকেশ টিকায়েতের বক্তব্য ঘিরে বিতর্ক। টিকায়েত শনিবার বলেছেন, গাড়িতে পিষে দেওয়ার ঘটনার পর লখিমপুর খেরিতে বিজেপি কর্মীদের পিটিয়ে খুনের ঘটনা ছিল ‘ক্রিয়ার প্রতিক্রিয়া’।
উল্লেখ্য, লখিমপুর খেরিতে গত ৩ অক্টোবরের হিংসার ঘটনায় চার কৃষক সহ বিজেপির দুই কর্মী, কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রর গাড়ির চালক ও এক সাংবাদিক নিহত হয়েছিলেন। ওই বিজেপি কর্মীদের পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে। এ ব্যাপারে টিকায়েত বলেছেন, হিংসায় যে বিজেপি কর্মীদের মারা হয়েছিল, তা ‘অ্যাকশনের রিয়্যাকশন’। শনিবার টিকায়েত বলেছেন, এই ঘটনার সঙ্গে যুক্তদের তিনি অপরাধী মনে করেন না। তিনি বলেছেন, আন্দোলনকারী কৃষকদের গাড়িতে পিষে দেওয়ার ঘটনার প্রতিক্রিয়ায় ওই ঘটনা ঘটে।
এক প্রশ্নের উত্তরে টিকায়েত বলেছেন, লখিমপুর খেরিতে একটি কনভয় চার কৃষককে পিষে দেয়। এর ফলে যে প্রতিক্রিয়া হয়, তাতেই বিজেপির দুই কর্মী মারা যান। এটা ‘ক্রিয়ার প্রতিক্রিয়া’ ছিল। এই ঘটনায় যুক্তদের তিনি অপরাধী মনে করেন না।
রাকেশ টিকায়েত বলেছেন, যতক্ষণ না মন্ত্রী ইস্তফা দিচ্ছেন, ততক্ষণ এই ঘটনার তদন্ত হতে পারে না। কোনও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কোনও আধিকারিক প্রশ্ন তুলতে পারেন? ওই ঘটনার পর যে সমঝোতা হয়েছিল, সেখানেও ওই মন্ত্রীর ইস্তফার দাবি ছিল। টিকায়েত বলেছেন, আমাদের দাবি মানা হলে আমরা ফের বিবেচনা করে দেখব।
টিকায়েত জানিয়েছেন, কৃষকদের আন্দোলন চলবে। সংযুক্ত কিষাণ মোর্চার দাবি, লখিমপুর খেরির হিংসার প্রেক্ষাপট কেন্দ্রীয় স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী অজয় মিশ্রর ২৫ সেপ্টেম্বরের বক্তৃতায় তৈরি হয়ে গিয়েছিল। সংযুক্ত কিষাণ মোর্চার নেতা দর্শণ পাল বলেছেন, লখিমপুর খেরিতে যাঁরা জমি লিজে নিয়ে কাজ করছেন, তাঁদের বের করে দেবেন।
সংযুক্ত কিষাণ মোর্চার নেতা যোগেন্দ্র যাদব বলেছেন, মানুষের মৃত্যুতে আমরা দুঃখিত। নিহতরা বিজেপি কর্মীই হোন বা কৃষক, তাঁদের মৃত্যুতে আমরা ব্যথিত। এটা খুবই দুর্ভাগ্যজনক। আশা করছি ন্যায়বিচার মিলবে।
আন্দোলনকারী কৃষক নেতারা কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্র ও তাঁর ছেলেকে লখিমপুর হিংসার ঘটনায় গ্রেফতারের দাবি তুলেছেন। তাঁদের দাবি, ওই ঘটনা পূর্বপরিকল্পিত। যোগেন্দ্র যাদব বলেছেন, অজয় মিশ্রকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়া উচিত। কেননা, তিনিই ষড়যন্ত্র করেছিলেন এবং দোষীদের আড়াল করছেন।