Lakhimpur Kheri incident: নেতৃত্বে হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি, লখিমপুরকাণ্ডে তদন্ত কমিশন গড়ল উত্তরপ্রদেশ সরকার
বর্তমান কোনও বিচারপতিকে দিয়ে তদন্ত করানোর দাবিতে সরব প্রিয়ঙ্কা গাঁধী...
নয়াদিল্লি: লখিমপুরকাণ্ডে তদন্ত কমিশন গড়ল উত্তরপ্রদেশ সরকার। দায়িত্বে হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি প্রদীপকুমার শ্রীবাস্তব।
এদিন যোগী আদিত্যনাথ প্রশাসনের তরফে জানানো হয়, হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে এক সদস্যের তদন্ত কমিটি গঠিত হয়েছে। জানা গিয়েছে, এই কমিশনের মূল দফতর হবে লখিমপুর খেরিতে যেখানে গত ৩ অক্টোবর ৮ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছিল।
তদন্ত কমিশনের মাথায় থাকবেন হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি প্রদীপকুমার শ্রীবাস্তব। তদন্ত শেষ করতে কমিশনকে দুই মাসের সময় দেওয়া হয়েছে।
যদিও বর্তমান কোনও বিচারপতিকে দিয়ে তদন্ত করানোর দাবিতে সরব হয়েছেন প্রিয়ঙ্কা গাঁধী। কংগ্রেসের সাধারণ সম্পাদকের মতে, অভিযুক্তর বাবা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র ইস্তফা না দিলে, তদন্ত নিরর্থক।
একইসঙ্গে প্রিয়ঙ্কার প্রশ্ন, এফআইআর ছাড়াই তাঁদের গ্রেফতার করা হলে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রর ছেলে অভিযুক্ত আশিস মিশ্রকে কেন গ্রেফতার করা যাবে না?
আশিসকে গ্রেফতার ও অজয় মিশ্র ইস্তফা না দেওয়া পর্যন্ত তিনি উত্তরপ্রদেশ ছাড়বেন না বলেও জানিয়েছেন প্রিয়ঙ্কা। গতকাল নিহতদের পরিবারের সঙ্গে দেখা করার পর, আজ রাহুল গাঁধী দিল্লি ফিরলেও, বাহরাইচ যাওয়ার কথা প্রিয়ঙ্কার।
পাশাপাশি, নিহতদের পরিবারের সঙ্গে কথা বলতে আজ লখিমপুর খেরিতে গিয়েছেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব।
উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে কৃষক হত্যাকাণ্ডে স্বতঃপ্রণোদিত মামলা করল সুপ্রিম কোর্ট। আজ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে এই মামলার শুনানি।
এদিকে, কৃষক হত্যাকাণ্ডের পরে ৩ দিন কেটে গেলেও কোনও মন্তব্য করেননি প্রধানমন্ত্রী। তা নিয়ে সরব হয়েছে বিজেপি বিরোধী বিভিন্ন দল।
লখিমপুরে কৃষক হত্যাকাণ্ডে এখনও কাউকে গ্রেফতার করেনি পুলিশ। অভিযুক্ত হেভিওয়েট বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রীর ছেলে হওয়াতেই কি তাঁকে ছুঁতে ভয় পাচ্ছে যোগী আদিত্যনাথের সরকার? এই প্রশ্ন তুলে সরব হয়েছে কংগ্রেস সহ বিরোধীরা। পাল্টা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দাবি, তাঁর ছেলে সেই সময় ঘটনাস্থলেই ছিলেন না।
এরইমধ্যে লখিমপুরে কৃষক-হত্যার ঘটনায় স্বতঃপ্রণোদিতভাবে পদক্ষেপ করল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৩ বিচারপতির বেঞ্চে এনিয়ে শুনানি হতে পারে।
আরও পড়ুন: লখিমপুর খেরিতে কৃষক হত্যাকাণ্ডে স্বতঃপ্রণোদিত মামলা সুপ্রিম কোর্টের, শুনানি আজ