Mangalsutra Campaign: মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারির পর মঙ্গলসূত্র বিজ্ঞাপন প্রত্যাহার সব্যসাচীর
Sabyasachi Withdraws Mangalsutra Campaign:মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি ছিল, ওই বিজ্ঞাপনটি খুবই আপত্তিকর ও অশ্লীল।
নয়াদিল্লি: সোশাল মিডিয়ায় তীব্র আক্রমণ, সেইসঙ্গে মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্রর হুঁশিয়ারি। এরই প্রেক্ষাপটে মঙ্গলসূত্র প্রচার নিয়ে পিছু হঠতে হল দেশের বিখ্যাত ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়। তাদের মঙ্গলসূত্র সংগ্রহের প্রচারের জন্য ব্যবহৃত বিজ্ঞাপন (Mangalsutra Campaign) সরিয়ে নিল সব্যসাচীর ব্র্যান্ড। নরোত্তম মিশ্র এই বিজ্ঞাপন প্রত্যাহারের জন্য ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছিলেন। মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি ছিল, ওই বিজ্ঞাপনটি খুবই আপত্তিকর ও অশ্লীল। তিনি বলেছিলেন, ২৪ ঘণ্টার মধ্যে ওই বিজ্ঞাপন সরিয়ে না নেওয়া হলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
এরইমধ্যে ওই বিজ্ঞাপন সরিয়ে নিয়েছে ডিজাইনার ব্র্যান্ড। তাদের পক্ষ থেকে ইনস্টাগ্রামে এক বিবৃতিতে বলা হয়েছে, ওই বিজ্ঞাপন সমাজের একটি অংশের ভাবাবেগ আহত করায় আমরা দুঃখিত।
কোম্পানির পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে, ঐতিহ্য ও সংস্কৃতির গতিশীলতার প্রেক্ষাপটে ওই মঙ্গলসূত্র প্রচারের লক্ষ্য ছিল ক্ষমতায়ন ও অন্তর্ভূক্তি। কিন্তু তা সমাজের একটি অংশকে ক্ষুন্ন করায় তারা দুঃখিত। সেজন্য ওই বিজ্ঞাপন প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলসূত্রের ওই বিজ্ঞাপনে এক মহিলা ও পুরুষের অন্তরঙ্গ ছবি দেওয়া হয়েছিল। ওই বিজ্ঞাপন হিন্দু সংস্কৃতি বিরোধী ও অশ্লীল বলে সোশাল মিডিয়া ব্যবহারকারীদের একাংশ অভিযোগ করেন।
ইনস্টাগ্রামে বিজ্ঞাপন পোস্ট হওয়ার পরই সমালোচনায় মুখর হন নেটিজেনদের একাংশ। এ সংক্রান্ত বিভিন্ন ধরনের হ্যাশট্যাগ ট্যুইটারে ট্রেন্ডিং হতে শুরু করেছিল।
মহারাষ্ট্র বিজেপির আইনি পরামর্শদাতা আশুতোষ যাদব আইনি নোটিশ জারি করেন। মঙ্গলসূত্র কালেকশনের বিজ্ঞাপনে অর্ধনগ্ন মডেলের ছবি ব্যবহারের জন্য তিনি ডিজাইনার ব্র্যান্ডকে আইনি নোটিশ পাঠান। এরপর মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রীও হুঁশিয়ারি দেন।
ওই বিজ্ঞাপন প্রত্যাহারের পরিপ্রেক্ষিতে মিশ্র ডিজাইনারকে ফের হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, আমার পোস্টের পর সব্যসাচী মুখোপাধ্যায় ওই আপত্তিকর বিজ্ঞাপন সরিয়ে নিয়েছেন। এরপর এ ধরনের ঘটনার পুণরাবৃত্তি হলে কোনও হুঁশিয়ারি নয়, সরাসরি ব্যবস্থা গ্রহণ করা হবে।
এর আগে ডাবর করবা চৌথ উৎসব নিয়ে তাদের একটি বিজ্ঞাপন থেকে পিছু হঠেছিল। ওই বিজ্ঞাপনে সমকামী জুটিতে করবা চৌথ পালন করতে দেখা গিয়েছিল। ওই বিজ্ঞাপনের জন্য ডাবর সোশাল মিডিয়ায় আক্রমণের মুখে পড়েছিল। হুঁশিয়ারি দিয়েছিলেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী।