Fixed Deposit Interest Rate: স্টেট ব্যাঙ্ক বনাম পোস্ট অফিস , ফিক্সড ডিপোজিটে কে দিচ্ছে বেশি সুদ ?
SBI vs Post Office Interest Rate: শেয়ার বাজারের মতো অনিশ্চয়তার বাজারের থেকে ঝুঁকিহীন বিনিয়োগের দিকে ঝুঁকছে দেশের মানুষ। সেই ক্ষেত্রে জনপ্রিয় বিনিয়োগের জায়গা বলতে ফিক্সড ডিপোজিট (Fixed Deposit)।
SBI vs Post Office Interest Rate: শেয়ার বাজারের মতো অনিশ্চয়তার বাজারের থেকে ঝুঁকিহীন বিনিয়োগের দিকে ঝুঁকছে দেশের মানুষ। সেই ক্ষেত্রে জনপ্রিয় বিনিয়োগের জায়গা বলতে ফিক্সড ডিপোজিট (Fixed Deposit)। জানেন, স্থায়ী আমানতে কে বেশি সুদ দেয়, স্টেট ব্যাঙ্ক (SBI) না পোস্ট অফিস (Post Office) ?
Fixed Deposit Interest Rate: এসবিআই ও পোস্ট অফিসের এফডি রিটার্ন
সেভিংস অ্যাকাউন্টের থেকে বেশি রিটার্ন পাওয়া যায় ফিক্সড ডিপোজিটে। সেই ক্ষেত্রে গ্রাহক স্বার্থে স্থায়ী আমানতে বেশকিছু বিকল্প দিচ্ছে SBI ও পোস্ট অফিস। এখানে স্টেট ব্যাঙ্ক ও পোস্ট অফিসে ফিক্সড ডিপোজিটের সুদের হারের তুলনামূলক আলোচনা করা হল। দেখে নিন, কোনটি আপনার জন্য বেশি লাভদায়ক।
SBI vs Post Office Interest Rate: স্টেট ব্যাঙ্কে এফডি রেট কত ?
SBI সর্বশেষ 14 জুন, 2022-এ 2 কোটি টাকার নিচে FD-তে সুদের হার সংশোধন করেছে। এই সংশোধনীর পর, ব্যাঙ্কটি এখন সাধারণ জনগণের জন্য 2.90 শতাংশ থেকে 5.50 শতাংশ ও প্রবীণ নাগরিকদের জন্য 3.40 শতাংশ থেকে 6.30 শতাংশ পর্যন্ত সুদের হার অফার করছে।
SBI FD Rate: সুদের হার হিসাবে বিবেচনা করুন
7 দিন থেকে 45 দিন - 2.90 %
46 দিন থেকে 179 দিন - 3.90%
180 দিন থেকে 210 দিন - 4.40%
211 দিন থেকে 1 বছরের কম - 4.60%
1 বছর থেকে 2 বছরের কম - 5.30%
2 বছর থেকে 3 বছরের কম - 5.35%
3 বছর থেকে 5 বছরের কম - 5.45%
5 বছর থেকে 10 বছর - 5.50%
Post Office FD Rate: পোস্ট অফিস পাবেন এই সুদ
ব্যাঙ্ক ছাড়াও আপনি পোস্ট অফিসেও FD করাতে পারেন। যাকে ডাকঘর টাইম ডিপোজিট বলে। আপনি 1 বছর থেকে 5 বছরের জন্য পোস্ট অফিস টাইম ডিপোজিটে টাকা জমা করতে পারেন। 1 বছর, 2 বছর বা 3 বছরের মেয়াদ সহ পোস্ট অফিস টাইম ডিপোজিটের উপর 5.5% সুদ পাওয়া যায়। আমানতকারীরা এতে 5 বছরের জন্য বিনিয়োগের জন্য 6.7% সুদ পাবেন।
আরও পড়ুন : Aadhaar Card Update: আধার কার্ডে পছন্দ হচ্ছে না পুরোনো ছবি, বদলান এই সহজ উপায়ে