Singapore : এই ১১ টি দেশের পর্যটকদের কোয়ারেন্টিন ছাড়াই দেশে ঢোকার অনুমতি দিচ্ছে সিঙ্গাপুর, তালিকায় ভারত আছে কি ?
ভারত থেকে সিঙ্গাপুর যাওয়া যাত্রীদের ক্ষেত্রে কী হবে ?
পুজোর ছুটি বা ইয়ার এন্ড, বিদেশে ছুটি কাটানোর ক্ষেত্রে পয়লা পছন্দ অনেকেরই সিঙ্গাপুর। কিন্তু বাধ সেধেছে করোনাভাইরাস। এই পরিস্থিতিতে বাইরের দেশ থেকে যাত্রীবিমানের ওঠা নামার ক্ষেত্রে নিয়ন্ত্রণ জারি করে সিঙ্গাপুর। তবে সেপ্টেম্বর থেকে জার্মানি ও ব্রুনেই থেকে Singapore Vaccinated Travel Lane- এ আসা যাত্রীদের, কোয়ারেন্টিনও থাকতে হচ্ছে না সে-দেশে নেমে। এই তালিকায় যুক্ত হচ্ছে আরও ৯ টা দেশ।
১৯ অক্টোবর থেকে ৬ টি ইউরোপীয় দেশ থেকে ভ্যাকসিনেটেড যাত্রীরা সিঙ্গাপুরে আসতে পারবেন ও কোনও রকম কোয়ারেন্টিন থাকতে হবে না তাঁদের। এই ৬ টি দেশ হল - ডেনমার্ক (Denmark), ফ্রান্স (France), ইতালি (Italy), নেদারল্যান্ড (Netherlands), স্পেন (Spain) এবং রাষ্ট্রপুঞ্জ (United Kingdom)। মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডা থেকে আসা যাত্রীরা , জার্মানি ও ব্রুনেই থেকে আসা যাত্রীদের সঙ্গে Singapore VTL scheme-এ সংযুক্ত হবে। নভেম্বর মাসের ১৫ তারিখ থেকে দক্ষিণ কোরিয়া (South Korea) - র যাত্রীদেরও কোয়ারেন্টিন ছাড়াই অনুমতি দেওয়া হবে।
VTL ভুক্ত দেশ থেকে যতায়াত করতে গেলে, সেই দেশে অন্তত ১৪ দিন থাকতে হবে। VTL scheme পেতে গেলে VTL ভুক্ত বিমানেই যাতায়াত করতে হবে, যা সিঙ্গাপুর এয়ারলাইন্স ও উফসানা থেকে পরিচালিত হয়। সিঙ্গাপুর ও ইউরোপিয়ান ইউনিয়ন ভুক্ত দেশগুলির যাত্রীদের মধ্যে যাঁরা কোভিড থেকে সদ্য সেরে উঠেছেন, WHO অনুমোদিত ভ্যাকসিনগুলির একটি ডোজ পেলেও তাঁদের সম্পূর্ণ ভ্যাকসিনেটেড বলেই ধরা হবে।
ভারত থেকে সিঙ্গাপুর যাওয়া যাত্রীদের ক্ষেত্রে কী হবে ?
দুঃখের বিষয়, Singapore VTL এর আওতায় ভারত নেই। চিন বা ইন্দোনেশিয়াও নেই। অথচ ২০১৯ সালে এই তিন দেশ থেকেই সিঙ্গাপুরে সবথেকে বেশি মানুষ গিয়েছিলেন সিঙ্গাপুরে। সব মিলিয়ে দেখা যায়, ওই বছর সিঙ্গাপুরে মোট যত পর্যটক গিয়েছিলেন তার ৪৩ শতাংশই ছিল ওই তিন দেশের। ১৪ লাখের উপর ভারতীয় ২০১৯ সালে সিঙ্গাপুর বেড়াতে যান।