SpiceJet Emergency Landing: মাঝ আকাশে যান্ত্রিক গোলযোগ, করাচিতে জরুরি অবতরণ স্পাইসজেট বিমানের
SpiceJet: গত মাসেই স্পাইসজেটের বিমানের নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলি পরীক্ষা করে দেখে দেশের অসামরিক বিমান পরিবহণ নিয়ন্ত্রক সংস্থা।
নয়াদিল্লি: দুবাই যাওয়ার পথে মাঝ আকাশে বিপত্তি। তার জেরে পাকিস্তানে জরুরি অবতরণ হল উড়ান সংস্থা স্পাইসজেটের একটি বিমানের। দিল্লি থেকে দুবাই যাওয়ার পথে বিমানটির ইন্ডিকেটর লাইটে যান্ত্রিক গোলযোগ দেখা যায় বলে খবর। তাতেই তড়িঘড়ি বিমানটিকে পাকিস্তানের করাচি বিমানবন্দরে অবতরণ করানো হয়। সেখানে নিরাপদে বিমান থেকে নামানো হয় যাত্রীদের। এড়ানো সম্ভব হয় অঘটন।
করাচি বিমানবন্দরে জরুরি অবতরণ স্পাইসজেট বিমানের
স্পাইসজেটের তরফে এ দিন বিবৃতি প্রকাশ করে পরিস্থিতির বিবরণ দেওয়া হয়। সংস্থার মুখপাত্র জানান, স্পাইসজেটের B737 বিমানটি (SG-11) দিল্লি থেকে দুবাই যাচ্ছিল। সেই সময় ইন্ডিকেটর লাইটে যান্ত্রিক গোলযোগ দেখা দেয়। ফলে নিরাপদে করাচি বিমানবন্দরে বিমানের জরুরি অবতরণ করানো হয়। জরুরি অবস্থা ঘোষণা করতে হয়নি। স্বাভাবিক অবতরণ ঘটে বিমানটির যাত্রীদের খেতে দেওয়া হয়েছে। বিকল্প একটি বিমান করাচি পাঠানো হচ্ছে। ওই বিমান যাত্রীদের করাচি নিয়ে যাবে।
উড়ান সংস্থা সূত্রে জানা গিয়েছে, জ্বালানির ট্যাঙ্ক থেকে লিকেজ ঘটে থাকবে। তা থেকেই হয়ত গোলযোগ দেখা দেয়। অসামরিক বিমান সংস্থা (DGCI)-ও জ্বালানি কমে যাওয়ার কথা জানিয়েছে। তার জেরেই পাইলট বিমানটির জরুরি অবতরণ করান বলে জানিয়েছে তারা।
আরও পড়ুন: Enforcement Directorate: তছরুপের অভিযোগ, ইডি-র নজরে Vivo, দেশের ৪৪ জায়গায় তল্লাশি
গত মাসেই স্পাইসজেটের বিমানের নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলি পরীক্ষা করে দেখে দেশের অসামরিক বিমান পরিবহণ নিয়ন্ত্রক সংস্থা। তার পরেও রোজ নিয়মমাফিক পরীক্ষা চলে। তা সত্ত্বেও সমস্যা চোখ এড়িয়ে গেল কী ভাবে, তা নিয়ে প্রশ্ন উঠছে। কারণ দু'দিন আগেও একই ভাবে জরুরি অবতরণ করাতে হয়েছিল স্পাইসজেটের একটি বিমানকে। দিল্লি থেকে জবলপুর যাওয়ার পথে সংস্থার Q400 বিমানের কেবিনে ধোঁয়া দেখা দেয় সে বার।
গত কয়েক দিনে এই নিয়ে দ্বিতীয় বার জরুরি অবতরণ
কেবিনে ধোঁয়ার ঘটনা যখন ঘটে, সেই সময় মাটি থেকে ৫ হাজার ফুট উপর দিয়ে উড়ছিল বিমানটি। ১৪০০০ ফুট উপরে গেলে ধোঁয়া আরও বাড়তে থাকে। বিমানকর্মীরাই প্রথম ধোঁয়া লক্ষ্য করেন। সঙ্গে সঙ্গে বিপদবার্তা পাঠানো হয়। এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করে বিমানটির জরুরি অবতরণ করানো হয়।