(Source: ECI/ABP News/ABP Majha)
Stock Market: ব্যাঙ্কিং খাতে বড় পতন, ১৬,৭০০-তে সাপোর্ট নিচ্ছে নিফটি
Stock Market Closing: সপ্তাহের দ্বিতীয় ট্রেডিং সেশনে বিক্রি জারি রইল বাজারে। দিনের শেষে সেনসেক্স ও নিফটি (সেনসেক্স-নিফটি) দুই সূচকই লালে বন্ধ হয়েছে।
Stock Market Closing: সপ্তাহের দ্বিতীয় ট্রেডিং সেশনে বিক্রি জারি রইল বাজারে। দিনের শেষে সেনসেক্স ও নিফটি (সেনসেক্স-নিফটি) দুই সূচকই লালে বন্ধ হয়েছে। 153.13 পয়েন্ট বা 0.29 শতাংশ পড়ে আজ সেনসেক্স 52,693.57 স্তরে বন্ধ হয়েছে। সেখানে নিফটির সূচক 42.30 পয়েন্ট বা 0.27 শতাংশ কমে 15,732.10 পয়েন্টে এসে থেমেছে।
Stock Market: কী হাল হয়েছে সেনসেক্সের ?
এদিন সেনসেক্সের 30টি স্টকের মধ্যে 14টি স্টক লালে বন্ধ হয়েছে। আজ পতন হয়েছে ইন্ডাস ইন্ড ব্যাঙ্কে। 2.46 শতাংশ পতনের সাথে বন্ধ হয়েছে ইন্ডাস ইন্ড ব্যাঙ্ক। এ ছাড়াও টেক মহিন্দ্রা, মারুতি, এইচডিএফসি, এইচইউএল, এইচডিএফসি ব্যাঙ্ক, এশিয়ান পেইন্টস, সান ফার্মা, আইসিআইসিআই ব্যাঙ্ক, উইপ্রো, বাজাজ ফিনসার্ভ, টাইটান, টিসিএস ও কোটাক ব্যাঙ্কের শেয়ারও পতন দেখা গিয়েছে।
Stock Market Closing: আজ বাজারে উঠল যারা
আজ এনটিপিসির শেয়ার ২.২২ শতাংশ গতির সঙ্গে বন্ধ হয়েছে। এর সাথে আল্ট্রা কেমিক্যাল, ভারতী এয়ারটেল, এমএন্ডএম, ইনফোসিস, ডা রেড্ডি, এলটি, পাওয়ার গ্রিড, এইচসিএল টেক, বাজাজ ফাইন্যান্স, আইটিসি, এসবিআই, টাটা স্টিল, নেসলে ইন্ডিয়া এবং অ্যাক্সিস ব্যাঙ্কের শেয়ারও সবুজে বন্ধ হয়েছে।
Stock Market: কোন সেক্টরের অবস্থা কেমন ছিল ?
যদি আমরা সেক্টরাল ইনডেক্স দেখি, তাহলে এটি আজ মিশ্র ব্যবসা দিয়েছে। আজকের ট্রেডিং সেশনের পরে স্বাস্থ্যপরিষেবা, রিয়েলটি, ফার্মা, মেটাল ও আইটি সেক্টরে কেনাকাটা হয়েছে। অন্যদিকে, ব্যাঙ্ক নিফটি, নিফটি অটো, ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, এফএমসিজি, মিডিয়া, পিএসইউ ব্যাঙ্ক, প্রাইভেট ব্যাঙ্ক, কনজিউমার পোডাক্ট, তেল ও গ্যাস সেক্টরে পতন হয়েছে।
Stock Market Closing: নিফটি সাপোর্ট নিচ্ছে কোথায় ?
আগের মতো এবারও ১৬,৭০০-র নিচে গিয়েও ওপরে চলে এসেছে নিফটি। সেই কারণে দিনের শেষে 15732.10 পয়েন্টে বন্ধ হয়েছে নিফটি। বাজার বিশেষজ্ঞদের ধারণা আগামীকাল গ্যাপডাউন্ ওপেনিং হলেও এই পয়েন্টে পের সাপোর্ট নিতে পারে সূচক।
আরও পড়ুন : PAN-Aadhaar Card: কীভাবে মৃত ব্যক্তির আধার-প্যান লক করবেন জানেন ? না হলে বাড়বে সমস্যা