Stock Market Updates: দেশের বাজারে দুরন্ত গতি, ১০০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স, নিফটি ১৭,৩০০-র ওপরে
Sensex Today:আমেরিকার বাজারে দুর্দান্ত গতির জের, ভারত-সহ বিশ্ববাজারে দুরন্ত ছুট দিল বুলরা। সপ্তাহের শেষ দিনে আজ সেনসেক্স, নিফটিতে বুল রান দেখা গিয়েছে।
Sensex Today:আমেরিকার বাজারে দুর্দান্ত গতির জের, ভারত-সহ বিশ্ববাজারে দুরন্ত ছুট দিল বুলরা। সপ্তাহের শেষ দিনে আজ সেনসেক্স, নিফটিতে বুল রান দেখা গিয়েছে। গ্যাপ আপ ওপেনিংয়ের পর সাড়ে ১০টার মধ্য়ে ১.৭৭ শতাংশ ওপরে উঠে যায় নিফটি। পিছিয়ে থাকেনি সেনসেক্স। ১০০০ পয়েন্ট ওপরে উঠে পড়ে বম্বে স্টক এক্সচেঞ্জ।
Share Market Live: কত দৌড় শুরু করে বাজার ?
এদিন বাজার গ্যাপ-আপ ওপেনিংয়ের পরই সেনসেক্স 1,068.31 পয়েন্ট বা 1.87 শতাংশ বেড়ে 58303.64 এ ছিল। একই সঙ্গে নিফটি 295 পয়েন্ট বা 1.73 শতাংশ বেড়ে 17309.30-তে চলে আসে। শুক্রবার বাজার খোলার পর প্রায় 1619টি শেয়ার বেড়েছে। সেখানে 241টি শেয়ার কমেছে । বাজার খোলার পর 74টি শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।
Sensex Today: কোন স্টকগুলি বেড়েছে ?
আজকের দিনে বাজারে ইনফোসিস, আইসিআইসিআই ব্যাঙ্ক, এসবিআই, লারসেন অ্যান্ড টুব্রো , বাজাজ ফাইন্যান্স নিফটিতে প্রধান লাভকারীদের মধ্যে নাম লিখিয়েছে। সেখানে নিফটি মিডক্যাপ 100 ও নিফটি স্মলক্যাপ 100 প্রতিটি 1 শতাংশের বেশি বেড়েছে। যা বজারকে আরও দ্রুত ওপরের দিকে উঠতে সাহায্য করেছে। এর পাশাপাশি নিফটি ব্যাঙ্ক ও নিফটি আইটি সূচকগুলি সামনের দিকে এগিয়ে যাওয়ার সব সেক্টর ইতিবাচক গতি দেখিয়েছে।
Share Market Live: কোন স্টক আজ গতি দেখিয়েছে ?
ব্যক্তিগত স্টকগুলির মধ্যে আজ আইটি মেজর ইনফোসিস 6,021 কোটি টাকার নেট লাভ করার পর শেয়ারে বড় লাফ দেখা গিয়েছে। বৃহস্পতিবারই বাজার বন্ধ হওয়ার পর প্রকাশ্য়ে এসেছে Infosys-এর শেয়ারগুলি। যা 3 শতাংশের বেশি বেড়েছে। এছাড়াও Mindtree-এর শেয়ার 2 শতাংশেরও বেশি বেড়েছে। কোম্পানির 27 শতাংশের নেট মুনাফা 509 কোটি টাকা বেড়েছে, যার পরই শেয়ারে লাভের মুখ দেখেছে কোম্পানি।
Sensex Today: আজ কোন খাতের কী অবস্থা ?
আজ ব্যাঙ্ক নিফটি 2.05 শতাংশ বৃদ্ধি পেয়েছে। আইটি সেক্টরে আজ 2.93 শতাংশ উত্তান দেখা গিয়েছে । আর্থিক পরিষেবা খাতে 1.98 শতাংশ বৃদ্ধি দেখা গিয়েছে। আজকের ব্যবসায়, আইটি, মেটাল, ফার্মা, মিডিয়া, তেল ও গ্যাসের সব সেক্টরের জন্য উত্থানের প্রবণতা দেখা গেছে। এই প্রতিটি খাতেই বিনিয়োগ করেছেন ট্রেডার ছাড়াও ইনভেস্টাররা।
Mobile Phone Ban: ৫জি আসায় ৩জি-৪জি স্মার্টফোন তৈরিতে নিষেধাজ্ঞা ! সরকার দিয়েছে এই বার্তা ?