Aditya Thackeray News: আদিত্য ঠাকরেকে খুনের হুমকি, বেঙ্গালুরু থেকে গ্রেফতার 'সুশান্ত সিং-এর ভক্ত'
Aditya Thackeray: পুলিশ সূত্রে খবর, ৮ ডিসেম্বর মহারাষ্ট্রের মন্ত্রী আদিত্য ঠাকরেকে ফোন করে অভিযুক্ত জয়সিং রাজপুত। ফোন না ধরায়, উদ্ধব-পুত্রকে মেসেজ করে হুমকি দেয় বলে অভিযোগ।
মুম্বই: আদিত্য ঠাকরেকে (Aditya Thackeray) খুনের হুমকি দেওয়ার অভিযোগ। বেঙ্গালুরু (Bangalore) থেকে অভিযুক্তকে গ্রেফতার (Arrested) করল মুম্বই ক্রাইম ব্রাঞ্চ। পুলিশ সূত্রে খবর, গত ৮ ডিসেম্বর মহারাষ্ট্রের মন্ত্রী আদিত্য ঠাকরেকে (Aditya Thackeray) ফোন করে অভিযুক্ত জয়সিং রাজপুত নামে এক ব্যক্তি। ফোন না ধরায়, উদ্ধব-পুত্রকে মেসেজ করে হুমকি দেয় বলে অভিযোগ । মুম্বই পুলিশের দাবি, ধৃত ব্যক্তি নিজেকে প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের (Sushant Shingh Rajput) ভক্ত বলে দাবি করেছে ।
সম্প্রতি একাধিক হুমকি চিঠি পেয়েছিলেন বিজেপি সাংসদ ও প্রাক্তন ভারতীয় ক্রিকেটার গৌতম গম্ভীর। ‘ISIS Kashmir’- এর কাছ থেকে তিনি হুমকি চিঠি পান বলে অভিযোগ। একথা জানান দিল্লি পুলিশের আধিকারিকরা ।
এই নিয়ে গম্ভীর টানা তিন বার হুমকি পেলেন বলে খবর। এর দিন চারেক আগেই কয়েক ঘণ্টায় ব্যবধানে ওই জঙ্গি সংগঠন বিজেপি সাংসদকে হুমকি চিঠি পাঠিয়েছিল বলে অভিযোগ । সংবাদ সংস্থা এএনআই ট্যুইটারে জানিয়েছে, গম্ভীরকে যে হুমকি চিঠি পাঠানো হয়েছে সেই সংক্রান্ত মেল দিল্লি পুলিশকেও উল্লেখ করা হয়েছে ।
এর আগে দিল্লি পুলিশের দ্বারস্থ হয়েছিলেন প্রাক্তন ক্রিকেটার। তিনি অভিযোগ জানিয়েছিলেন, তাঁকে আইএসআইএস কাশ্মীর নামে একটি সংগঠন হুমকি মেল পাঠিয়েছে। তিনি পুলিশের কাছে এফআইআর দায়ের করার আর্জি জানান। এর পাশাপাশি তাঁকে যাতে যথাযথ সুরক্ষা দেওয়া হয়, সেই আবেদনও জানান। এর পরই সাংসদের দিল্লির বাড়ির চারপাশে নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়। শুরু হয় তদন্ত।
এক চিঠিতে গম্ভীর দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার শ্বেতা চৌহানকে জানান, হুমকি মেলে লেখা রয়েছে, "আমরা তোমাকে এবং তোমার পরিবারকে হত্যা করতে চলেছি।" প্রথম মেল পাওয়ার কয়েক ঘণ্টা পর গম্ভীর দাবি করেন, তিনি আরও একটি হুমকি মেল পেয়েছেন। তাতে তাঁর বাড়ির বাইরে তোলা একটি ভিডিও ফুটেজও জুড়ে দেওয়া হয়েছে।