Coonoor Chopper Crash LIVE: যান্ত্রিক ত্রুটি? চালকের ভুল? নাকি নাশকতা? দুর্ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে বায়ুসেনার
Coonoor Chopper Crash LIVE Updates:বেলা ১২.৪০ বিপিন রাওয়াতকে নিয়ে ভেঙে পড়ল সেনার কপ্টার।জঙ্গলে ঘেরা দুর্গম পাহাড়ি এলাকায় ভেঙে পড়ল সেনার কপ্টার।সিডিএস বিপিন রাওয়াতকে নিয়ে ভেঙে পড়ল সেনার কপ্টার।
LIVE
Background
কুন্নুর : তামিলনাড়ুর কুন্নুরে ভেঙে পড়ল সেনার এমআই-17 কপ্টার, মৃত ৪। সেনার কপ্টার দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু, জখম ৩ জন।হেলিকপ্টারে ছিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত।হেলিকপ্টারে ছিলেন বিপিন রাওয়াতের স্ত্রী মধুলিকা রাওয়াতও।তামিলনাড়ু-কর্ণাটক সীমানায় নীলগিরিতে ভেঙে পড়ল সেনার কপ্টার ।বেলা ১২.৪০ বিপিন রাওয়াতকে নিয়ে ভেঙে পড়ল সেনার কপ্টার।জঙ্গলে ঘেরা দুর্গম পাহাড়ি এলাকায় ভেঙে পড়ল সেনার কপ্টার।সিডিএস বিপিন রাওয়াতকে নিয়ে ভেঙে পড়ল সেনার কপ্টার।ভেঙে পড়ার পর সেনার হেলিকপ্টারে আগুন।কপ্টার দুর্ঘটনায় তদন্তের নির্দেশ সেনার।
দুর্ঘটনাগ্রস্ত কপ্টারে ছিলেন সিডিএস জেনারেল বিপিন রাওয়াত।কপ্টারে ছিলেন বিপিন রাওয়াতের স্ত্রী মধুলিকা রাওয়াত।কপ্টারে ছিলেন নায়েক গুরসেবক সিংহ, নায়েক জিতেন্দ্র কুমার, ব্রিগেডিয়ার এল এস লিড্ডর, লেফটেন্যান্ট কর্নেল হরজিন্দর সিংহ,কপ্টারে ছিলেন ল্যান্সনায়েক বিবেক কুমার, ল্যান্সনায়েক বি সাই তেজা , কপ্টারে ছিলেন হাবিলদার সৎপাল। কপ্টার দুর্ঘটনায় গুরুতর জখম সিডিএস বিপিন রাওয়াত।হাসপাতালে নিয়ে যাওয়া হয় সিডিএস বিপিন রাওয়াতকে।
Coonoor Chopper Crash: কপ্টার দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নরবণে-সহ উচ্চপদস্থ সেনা আধিকারিকরা
চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল রাওয়াত সহ ১৩ জনের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নরবণে-সহ উচ্চপদস্থ সেনা আধিকারিকরা। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ বহু বিশিষ্ট ব্যক্তি এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন।
CDS Bipin Rawat Chopper Crash: ১৯৭৮ সালের ডিসেম্বর মাসে যোগ দিয়েছিলেন সেনা বাহিনীতে
১৯৭৮ সালের ডিসেম্বর মাসে যোগ দিয়েছিলেন সেনা বাহিনীতে। ৪৩ বছর পর, সেই ডিসেম্বরেই কপ্টার দুর্ঘটনায় প্রাণ হারালেন দেশের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ, জেনারেল বিপিন রাওয়াত। স্যাম মানেকশ, দলবীর সিং সুহাগের পর, তিনি গোর্খা ব্রিগেডের তৃতীয় অফিসার, যিনি দেশের সেনাপ্রধান হয়েছিলেন।
Coonoor Chopper Crash: ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনায় সারা দেশের মতোই শোকাহত বলিউড তারকারাও
তামিলনাড়ুতে ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনায় সস্ত্রীক চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত সহ ১৩ জনের মৃত্যুর ঘটনায় সারা দেশের মতোই শোকাহত বলিউড তারকারাও। সোশ্যাল মিডিয়ায় শোকপ্রকাশ করেছেন অজয় দেবগন, কঙ্গনা রানাউত, অনুপম খের, ইয়ামি গৌতমরা।
ইনস্টাগ্রাম স্টোরিতে জেনারেল বিপিন রাওয়াতের একটি ছবি শেয়ার করেছেন কঙ্গনা। এরই সঙ্গে তিনি লিখেছেন, ‘মর্মান্তিক শ্রী বিপিন রাওয়াত ও তাঁর স্ত্রীর মৃত্যু এ বছরের সবচেয়ে ভয়াবহ খবর। দেশের প্রতি তাঁর অবদানের জন্য দেশ চিরকাল জেনারেল রাওয়াতের প্রতি কৃতজ্ঞ থাকবে। ওম শান্তি, জয় হিন্দ।’
CDS Bipin Rawat Chopper Crash: দিন হোক বা রাত, প্রতিকূল আবহাওয়ায় উড়তে সক্ষম
দিন হোক বা রাত, প্রতিকূল আবহাওয়ায় উড়তে সক্ষম। বিশ্বের অন্যতম সেরা হেলিকপ্টার এমআই সেভেন্টিন ভি ফাইভ। শুধু ভিআইপি ক্যারিয়ার হিসেবেই নয়, প্রয়োজনে ব্যবহার করা যায় অ্যাটাকিং হেলিকপ্টার হিসাবেও।
Coonoor Chopper Crash: যান্ত্রিক ত্রুটি? খারাপ আবহাওয়া? চালকের ভুল? নাকি নাশকতা?
যান্ত্রিক ত্রুটি? খারাপ আবহাওয়া? চালকের ভুল? নাকি নাশকতা? তামিলনাড়ুর কুন্নুরে কপ্টার ভেঙে চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত-সহ ১৩ জনের মৃত্যুর কারণ কী? কীভাবে ভেঙে পড়ল বায়ুসেনার নির্ভরযোগ্য এমআই সেভেন্টিন ভি ফাইভ হেলিকপ্টার? তদন্তের নির্দেশ দিয়েছে বায়ুসেনা।