Tamil Nadu: স্বপ্নের বাইক কিনতে তামিলনাড়ুর যুবক এ কী করলেন! অবাক নেট দুনিয়া
বাইক কেনার সময় ওই যুবক যা করলেন, তা জানতে পেরে চোখ কপালে উঠল নেট নাগরিকদের। বর্তমানে তামিলনাড়ুর (Tamil Nadu) সালেমের (Salem) ওই যুবকের খবরই ভাইরাল (Viral News) নেট দুনিয়ায়।
নয়াদিল্লি: স্বপ্ন ছিল বাইক কেনার। সেই স্বপ্ন পূরণ করতে টাকাও কষ্ট করে টাকাও জমাচ্ছিলেন তামিলনাড়ুর (Tamil Nadu) এক যুবক। পছন্দের বাইকের দাম আড়াই লক্ষ টাকারও বেশি। সেই মতো চলছিল টাকা জমানো। আর বাইক কেনার সময় ওই যুবক যা করলেন, তা জানতে পেরে চোখ কপালে উঠল নেট নাগরিকদের। বর্তমানে তামিলনাড়ুর সালেমের ওই যুবকের খবরই ভাইরাল নেট দুনিয়ায়।
সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা যাচ্ছে, তামিলনাড়ুর ওই যুবকের নাম ভি ভুবতি। তিনি সালেমের বাসিন্দা। তাঁর স্বপ্ন ছিল তিনি বাজাজ ডমিনোর বাইকটি কিনবেন। গত তিন বছর ধরে স্বপ্নের বাইক কেনার জন্য তিনি এক টাকা এক টাকা করে জমাচ্ছেন। বিন্দু বিন্দুতে যেভাবে সিন্ধু হয় বলে প্রবাদ রয়েছে। তেমনই এক টাকা এক টাকা করে ২ লক্ষ ৬০ হাজার টাকা জমিয়েছেন ওই যুবক। আর সেই খুচরো টাকা নিয়েই সটান চলে এসেছেন গাড়ির শোরুমে স্বপ্নের বাইক কিনবেন বলে।
আরও পড়ুন - Covid 19 Caller Tune: বন্ধ হতে চলেছে কোভিড১৯ কলার টিউন
যুবকের কাণ্ড দেখে অবাক স্টোর মালিক। জানা গিয়েছে, তামিলনাড়ুর সালেমের ওই যুবক কম্পিউটর অ্যাপ্লিকেশন নিয়ে স্নাতক হয়েছেন। একটি বেসরকারি সংস্থায় চাকরিও করতেন তিনি। পরবর্তীকালে নিজের একটি ইউটিউব চ্যানেল খুলে ফেলেন। গত চার বছর ধরে সেই ইউটিউব চ্যানেলটি চালাচ্ছেন তিনি। তাঁর দীর্ঘদিনের স্বপ্ন ছিল তিনি একটি বাইক কিনবেন। আর তার জন্য গত তিন বছর ধরে টুক টুক করে টাকা জমাচ্ছেন তিনি। অবশেষে জমিয়ে ফেলেন ২ লক্ষ ৬০ হাজার টাকা। আর সেই সমস্ত জমানো কয়েন নিয়েই তিনি পছন্দের বাইক কিনতে চলে আসেন। জানা গিয়েছে, যুবকের দেওয়া কয়েন গুনতে শোরুমের কর্মীদের সময় লেগেছে প্রায় ১০ ঘণ্টা। ভি ভুবতি যে কয়েন জমিয়েছেন তার বেশিরভাগটাই এক টাকার কয়েন।
নেট দুনিয়ায় ওই যুবকের ভিডিও প্রকাশ হতেই নানা কমেন্টে ভরিয়েছেন নেট নাগরিকরা। কেউ এটাকে পাগলামি বলেছেন। আবার বহু নেট নাগরিক যুবকের ইচ্ছা এবং স্বপ্নের প্রশংসাও করেছেন।