Telangana : সেকেন্দ্রাবাদে বিক্ষোভকারীর মৃত্যুতে কেন্দ্রকে দুষলেন কেসিআর, আর্থিক ক্ষতিপূরণ-চাকরির ঘোষণা
Agnipath Protester's Death : অগ্নিপথ বিক্ষোভের মধ্যে গতকাল সেকেন্দ্রাবাদ স্টেশনে ট্রেনে আগুন ধরিয়ে দেওয়া হয়
হায়দরাবাদ : অগ্নিপথ-বিক্ষোভে (Agnipath Agitation) সেকেন্দ্রাবাদ স্টেশনে (Secunderabad Station) পুলিশের গুলিতে একজনের মৃত্যু। আশঙ্কাজনক আরও একজন। এই ঘটনার তদন্ত শুরু করেছে হায়দরাবাদ সিটি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। বিক্ষোভের নেপথ্যে কোনও উদ্দেশ্য, ষড়যন্ত্র এবং পূর্ব পরিকল্পনা কাজ করেছে কিনা, তা খতিয়ে দেখা হবে। এদিকে এই ঘটনায় স্তম্ভিত তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। মৃতের পরিবারকে ২৫ লক্ষ টাকা সাহায্য ঘোষণা করেছেন তিনি। এর পাশাপাশি তাঁর পরিবারের একজনকে সরকারি চাকরি দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে CMO-র তরফ থেকে।
কীভাবে মৃত্যু দামোদর রাকেশের ?
অগ্নিপথ বিক্ষোভের মধ্যে গতকাল সেকেন্দ্রাবাদ স্টেশনে ট্রেনে আগুন ধরিয়ে দেওয়া হয়। বিক্ষোভ ঠেকাতে পুলিশ গুলি চালায়। গুলিতে মৃত্যু হয় এক বিক্ষোভকারীর। আহত ১২ জনেরও বেশি। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন ; ‘অগ্নিপথে’ আজও আগুন, 'অশান্ত' বিহারে বন্ধ ইন্টারনেট, ১৪৪ জারি অযোধ্যায়
সেকেন্দ্রাবাদে পুলিশের গুলিতে মৃত্যু হয় দামোদর রাকেশ নামে এক তরুণের। যিনি ভারতীয় সেনায় যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। পরিবারের সদস্যরা জানিয়েছেন, পড়াশোনার পাশাপাশি সেনায় ভর্তির জন্য দিনরাত পরিশ্রম করছিলেন দামোদর। ভারতীয় সেনায় যোগ দেওয়ার লিখিত এবং মেডিক্যাল পরীক্ষায় পাসও করেছিলেন।
শুক্রবার মোদি সরকারের অগ্নিপথ-সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলনে অগ্নিগর্ভ হয়ে ওঠে সেকেন্দ্রাবাদ। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ গুলি চালায়। সেই গুলিতেই মৃত্যু হয় সেনায় ভর্তির অপেক্ষায় থাকা দামোদরের।
এদিকে অগ্নিপথ-বিতর্কের মধ্যেই এবার অগ্নিবীরদের জন্য চাকরিতে সংরক্ষণের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। ট্যুইটে লেখা হয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী এবং অসম রাইফেলসে অগ্নিবীরদের জন্য ১০ শতাংশ সংরক্ষণের সিদ্ধান্ত নিয়েছে। কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী এবং অসম রাইফেলসে অগ্নিবীরদের নিয়োগের জন্য বয়সের নির্ধারিত ঊর্ধ্বসীমায় ৩ বছর ছাড় দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এছাড়াও, অগ্নিবীরদের প্রথম ব্যাচের জন্য বয়সের নির্ধারিত ঊর্ধ্বসীমা ৫ বছরের জন্য শিথিল করা হয়েছে।