Mahua Moitra: 'নজরদারি চলছে', বাড়ির সামনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে অভিযোগ মহুয়া মৈত্রর
কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ বলেছেন, "আমি ভারতের স্বাধীন নাগরিক, দেশের মানুষই আমাকে রক্ষা করবেন।"
নয়াদিল্লি: বাড়ির সামনে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের মোতায়েন নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তাঁর ওপর নজরদারি চালানোর অভিযোগ তুললেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র।
দিল্লিতে তাঁর বাড়ির সামনে তিনজন জওয়ান মোতায়েন করা হয়েছে। এই ছবি দিয়ে মহুয়ার ট্যুইট, দেশের বীর তরুণরা বিএসএফ-এ যোগ দেন সীমান্তে প্রহরার জন্য। তাঁদের আমার বাড়ির সামনে দারোয়ানের কাজ দেওয়াটা কি হাস্যকর নয়?
তিনজন বিএসএফ জওয়ান সশস্ত্র অবস্থায় আমার বাড়ির সামনে মোতায়েন। ওই জওয়ানরা জানিয়েছেন, বরাখাম্বা রোড থানার নির্দেশে আমাকে সুরক্ষা দেওয়ার জন্য তাঁরা এসেছেন। আমি ভারতের স্বাধীন নাগরিক। দেশের মানুষই আমাকে রক্ষা করবেন।
বিএসএফ জওয়ানদের বাড়ির সামনে থেকে সরানোর জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অনুরোধ করেছেন মহুয়া। পাশাপাশি, দিল্লি পুলিশকেও তৃণমূল সাংসদ জানিয়েছেন, তিনি কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা চাননি। সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, মহুয়া অভিযোগ করেছেন, সবকিছু দেখে তাঁর মনে হচ্ছে, তাঁকে নজরদারিতে রাখার জন্যই এই ব্যবস্থা।
Sirs- I request you to kindly remove the personnel immediately@CPDelhi, @cp_delhi , @barakhamba pic.twitter.com/INWGnVLv9F
— Mahua Moitra (@MahuaMoitra) February 13, 2021