Tripura civic polls: ‘প্রার্থীকে যেখানে দেখবি, তাড়া করবি’,পুরভোটের আগে তৃণমূলকে ‘হুমকি’ ত্রিপুরার বিজেপি বিধায়কের
Tripura Political News: ঘটনার তীব্র নিন্দা করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তিনি বলেছেন, ত্রিপুরায় জঙ্গলের রাজত্ব চালাচ্ছে বিজেপি। এই পরিস্থিতিতে বিজেপি বিধায়কের মন্তব্য প্ররোচনা ছড়াবে।
আগরতলা: রাজ্যে পুরভোটের (Tripura Civic Polls) আগে তৃণমূল কংগ্রেসকে (TMC) হুমকি (Threat) ত্রিপুরার বিজেপি (BJP) বিধায়ক সুরজিত্ দত্তের। ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের পাশে দাঁড়িয়েই তৃণমূলকে হুমকি দেওয়া হল বলে অভিযোগ। ত্রিপুরার বিজেপি বিধায়কের হুমকির ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। ভাইরাল ভিডিওতে বিজেপি বিধায়ককে বলতে শোনা গিয়েছে,‘তৃণমূলকে এতটুকু জমি ছাড়া যাবে না। ভোটের বাক্সে হাজার হাজার ভোট ফেলতে হবে।আমি তোমাদের জন্য করি, তোমরাও কর। কাউকে ক্ষমা করা যাবে না। প্রার্থীকে যেখানে দেখবি, তাড়া করবি।’
এভাবেই তৃণমূলকে হুমকি দিয়েছেন ত্রিপুরার বিজেপি বিধায়ক সুরজিত্ দত্ত। ত্রিপুরার বিজেপি বিধায়কের হুমকির ভিডিও ভাইরাল। তবে ভাইরাল ভিডিও-র সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ।
ঘটনার তীব্র নিন্দা করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তিনি বলেছেন, ত্রিপুরায় জঙ্গলের রাজত্ব চালাচ্ছে বিজেপি। এই পরিস্থিতিতে বিজেপি বিধায়কের মন্তব্য প্ররোচনা ছড়াবে। এ ধরনের বক্তব্য সুপ্রিম কোর্টের অবমাননা। কারণ, আদালত অবাধ ও সচ্ছ্ব ভোটের নির্দেশ দিয়েছে। এই ঘটনা থেকে প্রমাণিত ত্রিপুরায় তৃণমূলকে ভয় পাচ্ছে বিজেপি। দলের কর্মীরা আত্মবিশ্বাসী। বিষয়টি আদালতের গোচরে আনা হবে।
উল্লেখ্য, ত্রিপুরায় তেলিয়ামুড়ার হোটেলে তৃণমূল নেতাদের থাকতে না দিতে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। দুষ্কৃতীদের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। তৃণমূল বিধায়ক অভিজিৎ সিংহর অভিযোগ, গতকাল রাতে হোটেল মালিক না থাকায়, দুষ্কৃতীরা গিয়ে তাঁর স্ত্রীকে হুমকি দেয়। খবর পেয়ে হোটেলে পৌঁছয় তেলিয়ামুড়া থানার পুলিশ। এরপর দোষীদের গ্রেফতারের দাবিতে থানায় বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। পুলিশের আশ্বাসে ঘণ্টাদেড়েক পর অবরোধ ওঠে। আজ সকাল থেকে ওই হোটেলের সামনে বাড়ানো হয়েছে পুলিশি নিরাপত্তা।
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে সাফল্যের পর এবার রাজ্যের বাইরেও জমি শক্ত করতে নেমেছে তৃণমূল। এক্ষেত্রে তারা ত্রিপুরাতে সংগঠন বিস্তারের চেষ্টা চালাচ্ছে। আর ত্রিপুরায় কয়েক মাস ধরেই তৃণমূল নেতা ও কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।