Maharashtra News: শিবসেনা কার, বিতর্ক মেটার আগেই ৩ বড় নেতাকে বরখাস্তের সিদ্ধান্ত উদ্ধব ঠাকরের
Many Shiv Sena Leaders Got Sacked: দলবিরোধী কার্যকলাপের অভিযোগে শিবসেনার একাধিক বর্ষীয়ান নেতাকে বরখাস্ত করলেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে।
মুম্বই: দলবিরোধী কার্যকলাপের (anti party activity) অভিযোগে শিবসেনার (Shiv Sena) একাধিক বর্ষীয়ান নেতাকে বরখাস্ত (sack) করলেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী (Ex CM) উদ্ধব ঠাকরে (uddhav thackeray)। শিবসেনার রাশ ও প্রতীক নিজের হাতে রাখতে রাজ্য়ের বর্তমান মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের সঙ্গে মরিয়া লড়াই চালিয়ে যাচ্ছেন বালাসাহেব ঠাকরের ছেলে। হালে উদ্ধবের নেতৃত্বাধীন 'মহা বিকাশ আগাড়ি' জোট সরকারকে ক্ষমতাচ্যুত করে মসনদে বসেছেন শিন্ডে। এমন অবস্থায় প্রাক্তন মুখ্যমন্ত্রী যে শিবসেনা নেতাদের বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছেন, তাঁদের নিজের দিকে টানতে এক লহমা দেরি করলেন না শিন্ডে।
কী পরিস্থিতি?
বিধায়ক পদ খারিজ নিয়ে বুধবার সুপ্রিম কোর্টে দুতরফেরই বেশ কয়েকটি আবেদনের শুনানি হওয়ার কথা। তার দুদিন আগে প্রাক্তন মন্ত্রী বিজয় শিবতারে, বিধায়ক সন্তোষ বাঙ্গার, নরেশ হাসকের মতো নেতাদের বরখাস্ত করলেন উদ্ধব। পাশাপাশি ঠানে, পালঘর, অমরাবতী এবং ইয়াবৎমল-এর মতো জায়গায় দলের বিভিন্ন পদে শতাধিক নতুন নিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন। তবে বড় তিন নেতার মধ্যে সন্তোষ বাঙ্গার এবং নরেশ হাসকে-কে এর মধ্যে নিজেদের দিকে টেনে নিয়েছে শিন্ডে শিবির। বিজয় শিবতারের ক্ষেত্রে তাঁরা কী করবেন, স্পষ্ট নয়।
সংখ্যার হিসেবনিকেশ
হয় উদ্ধবশিবির নয়তো শিন্ডে শিবির মিলিয়ে শিবসেনার ৫৫ জন বিধায়কের ৫৩ জনের বিরুদ্ধেই বিধায়কপদ খারিজের আবেদন রয়েছে। এর মধ্যে শিন্ডে-সহ ১৬ জন বিধায়কের সদস্য়পদ খারিজের আবেদন জানান উদ্ধব। প্রসঙ্গত, গত ২৫ জুনের বৈঠকে ছটি প্রস্তাব পাশ করে উদ্ধব-শিবির। সেখানেই তাঁকে দলের একমাত্র প্রধান হিসেবে মেনে নেওয়ার সিদ্ধান্ত হয়। সবরকম সিদ্ধান্ত নেওয়ার অধিকারও পান বালাসাহেব-পুত্র। তার প্রায় মাসখানেক পর নতুন ঘোষণা।
কী করছে শিন্ডে শিবির?
মহারাষ্ট্রে মন্ত্রিসভা গঠন নিয়ে আলোচনা করতে দ্বিতীয় বার দিল্লি যাওয়ার তোড়জোড় করছেন নতুন মুখ্যমন্ত্রী। গত ৩০ জুন তিনি মুখ্যমন্ত্রী হিসেবে ও দেবেন্দ্র ফড়নবীস উপমুখ্যমন্ত্রী পদে শপথ নেন। কিন্তু এখনও মন্ত্রিসভা তৈরি হয়নি। তার উপর বিধায়কদের সদস্যপদের ভবিষ্যৎ নিয়ে ফয়সালা বাকি। কী হবে এর পর? নতুন উত্তেজনা মহারাষ্ট্রে।
আরও পড়ুন:সংসদে খোলা পরিবেশে তর্ক বিতর্ক হোক;, বিরোধীদের প্রতি সহযোগিতার আবেদন মোদির