International Travel Guidelines: ওমিক্রন আটকাতে আরও কঠোর কেন্দ্র, আন্তর্জাতিক বিমান অবতরণে জারি নয়া নির্দেশিকা
এবার আন্তর্জাতিক বিমান (International Flight) সফরে নয়া নির্দেশিকা (New guidelines) জারি করল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক (Union Health Ministry)। আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকর হচ্ছে এই নতুন নিয়ম।
নয়াদিল্লি: ডেল্টার পর এবার নয়া আতঙ্কের নাম ‘ওমিক্রন’ (Omicron Variant)। দেশে সংক্রমণ (Covid-19) ঠেকাতে তৎপর প্রশাসন। এবার আন্তর্জাতিক বিমান (International Flight) সফরে নয়া নির্দেশিকা (New guidelines) জারি করল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক (Union Health Ministry)। জানানো হয়েছে, আন্তর্জাতিক বিমানে দেশে ঢোকার আগে যাত্রীকে বিগত ১৪ দিনের যাতায়াতের বিস্তারিত এবং RT-PCR-এর নেগেটিভ রিপোর্ট আপলোড করতে হবে এয়ার-সুবিধা পোর্টালে। আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকর হচ্ছে এই নতুন নিয়ম।
'countries at-risk' অর্থাৎ সংক্রমণের নিরিখে ঝুঁকিতে থাকা দেশগুলি থেকে আসা যাত্রীদের ক্ষেত্রে থাকছে বেশকিছু বিধি-নিষেধ। নির্দেশিকায় (Flight Guidelines) বলা হয়েছে, এয়ারপোর্টে (International ) পৌঁছনোর পর সংশ্লিষ্ট যাত্রীদের কোভিড টেস্ট করাতে হবে এবং রিপোর্ট না মেলা পর্যন্ত এয়ারপোর্টেই অপেক্ষা করতে হবে। কেন্দ্রের তরফে বলা হয়েছে, এবার ওই যাত্রীদের রিপোর্ট নেগেটিভ এলে তাঁদের ৭ দিনের জন্য হোম কোয়ারেন্টাইনে পাঠানো হবে। এর পর অষ্টম দিনে ফের টেস্ট। এই রিপোর্টও নেগেটিভ হলে পরের ৭ দিন নিজের ওপর নজর রাখতে হবে। এই ধাপ পার করে তবেই স্বাভাবিক ঘোরাফেরায় অনুমতি পাবেন সংশ্লিষ্ট যাত্রী।
ক্রিস্টমাস থেকে নিউইয়ার, বিশ্বজুড়ে উত্সবের মরশুম আসার আগেই ফের চোখ রাঙাতে শুরু করেছে করোনার সংক্রমণ (Covid Infection)! ওমিক্রন নিয়ে ইতিমধ্য়েই একাধিক নির্দেশিকা জারি করেছে কেন্দ্র। সমস্ত রাজ্য-কেন্দ্রশাসিত অঞ্চলকে চিঠি দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব।
সংক্রমণ ঠেকাতে নিয়ন্ত্রণবিধি আরও কঠোরভাবে পালনের নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে নজরদারি বাড়াতে নির্দেশ কেন্দ্রেরও। ভ্যাকসিনেশন আরও বাড়াতে হবে বলে নির্দেশ। ব্যাঙ্গালোরে দুই দক্ষিণ আফ্রিকা ফেরত যাত্রীর দেহে করোনার হদিশ মেলে। পরীক্ষায় আক্রান্তদের শরীরে মিলেছে ডেল্টা ভাইরাস। ইতিমধ্যেই দুই আক্রান্তকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। উল্লেখ্য, তামিলনাড়ুতে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত হয়েছেন ৭৩৬ জন। ৯ জনের মৃত্যুর খবর মিলেছে।
জনগণ যদি লকডাউন না চান সে ক্ষেত্রে সমস্ত কোভিড বিধিনিষেধ কঠোরভাবে অনুসরণ করতে হবে, রবিবার স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে একটি বৈঠকের পরে এমনটাই জানিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। পাশাপাশি রাজ্যে আগত সমস্ত আন্তর্জাতিক ভ্রমণকারীদের উপর নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
অন্যদিকে নভেম্বরের শেষ দিকে ফের করোনার সংক্রমণ বাড়তে শুরু করেছে চিনে। আমেরিকাতেও ফের হু হু করে বাড়ছে দৈনিক সংক্রমণ। ফের লকডাউনের পথে হাঁটতে চলেছে অস্ট্রিয়া, জার্মানি।
সবার প্রথমে ‘ওমিক্রন’-এর সংক্রমণের হদিশ পাওয়া গেছে দক্ষিণ আফ্রিকায়। তারপর কয়েক দিনের মধ্যেই বৎসোয়ানা, হংকং, ইজরায়েল, বেলজিয়াম ও ব্রিটেনে মিলেছে এই ভাইরাসের নতুন প্রজাতির হদিশ।
বিশ্বস্বাস্থ্য সংস্থা জানিয়েছে, দক্ষিণ আফ্রিকায় দ্রুত ছড়িয়ে পড়ছে ‘ওমিক্রন’ ভ্যারিয়েন্ট। বিশেষজ্ঞদের আশঙ্কা, ডেল্টা ভ্যারিয়েন্টের থেকে ওমিক্রন অনেক বেশি সংক্রামক। এর জেরে সংক্রমণের আরেকটি ঢেউ আছড়ে পড়তে পারে।
সূত্রের খবর, ১৬ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় যেখানে করোনা ভাইরাসের নতুন প্রজাতি ‘ওমিক্রন’-এ সংক্রমিতের সংখ্যা ছিল ৩০০-র কাছাকাছি, ২৫ নভেম্বর তা বেড়ে দাঁড়ায় ১ হাজার ২০০-তে!
ইতিমধ্যেই বিশ্বের নানা দেশে ছড়াতে শুরু করেছে করোনার এই নতুন প্রজাতির ভাইরাস। জার্মানির সংবাদ সংস্থা DPA জানাচ্ছে, ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকা থেকে আসা দুই পর্যটকের শরীরে প্রাথমিকভাবে ‘ওমিক্রন’ সংক্রমণের হদিশ মিলেছে। দু’জনেরই নমুনা জেনোমিক সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হয়েছে।