UP Cong Candidate List: ৪১ জনের মধ্যে ১৬ মহিলা, উত্তরপ্রদেশে দ্বিতীয় দফার প্রার্থীতালিকা কংগ্রেসের
Congress: উত্তরপ্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য আজ দ্বিতীয় দফার প্রার্থীতালিকা ঘোষণা করল কংগ্রেস। প্রথম দফায় ১২৫ জন প্রার্থীর নাম ঘোষণা হয়েছিল। আজ ৪১ জন প্রার্থীর নাম ঘোষণা করা হল।
নয়াদিল্লি: উত্তরপ্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য আজ দ্বিতীয় দফার প্রার্থীতালিকা প্রকাশ করল কংগ্রেস। এর আগে প্রথম দফার প্রার্থীতালিকায় যেভাবে মহিলাদের গুরুত্ব দেওয়া হয়েছিল, আজও সেটাই দেখা গেল। দ্বিতীয় দফায় যে ৪১ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে, তার মধ্যে ১৬ জনই মহিলা। প্রথম দফায় ১২৫ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছিল। তার মধ্যে ৪০ শতাংশ মহিলা প্রার্থী।
আজ যে প্রার্থীতালিকা প্রকাশ করা হয়েছে, তাতে দেখা যাচ্ছে, সহারানপুর নগর কেন্দ্রে প্রার্থী সুখবিন্দর কউর। কৈরানা আসনে প্রার্থী হাজি আখলাক। থানা ভবন কেন্দ্রে প্রার্থী সত্যশ্যাম সাইনি। শামলিতে প্রার্থী মহম্মদ আয়ুব জঙ্গ। বুধানা কেন্দ্রে প্রার্থী দেবেন্দ্র কাশ্যপ। চরথাওয়ালে প্রার্থী ড. ইয়াসমিন রানা। পুরকাজিতে প্রার্থী দীপক কুমার। মুজফফর নগরে প্রার্থী সুবোধ শর্মা। খতৌলিতে প্রার্থী গৌরব ভাটি। মীরাপুর কেন্দ্রে প্রার্থী মৌলানা জমিল কাসমি। ঠাকুরদ্বারা কেন্দ্রে প্রার্থী সলমা আগা আনসারি। বিলারি কেন্দ্রে প্রার্থী কল্পনা সিংহ। চন্দৌসি কেন্দ্রে প্রার্থী মিথলেশ। শিবলখাস কেন্দ্রে প্রার্থী জগদীশ শর্মা। সারধানা কেন্দ্রে প্রার্থী সৈয়দ রীনাউদ্দিন। মেরঠ ক্যান্টনমেন্ট কেন্দ্রে প্রার্থী অবনীশ কাজল। মেরঠে প্রার্থী রঞ্জন শর্মা। মেরঠ দক্ষিণে প্রার্থী নাফিস সইফি। বরাউত কেন্দ্রে প্রার্থী রাহুল কাশ্যপ। বাঘপত কেন্দ্রে প্রার্থী অনিল দেব ত্যাগী। সাহিবাবাদে প্রার্থী সঙ্গীতা ত্যাগী। মোদিনগরে প্রার্থী নীরজ কুমারী প্রজাপতি। ঢোলানায় প্রার্থী অরবিন্দ শর্মা। হাপুরে প্রার্থী ভাবনা বাল্মিকী। সিকন্দ্রাবাদে প্রার্থী সেলিম আখতার। বুলন্দশহরে প্রার্থী সুশীল চৌধুরী। সিয়ানায় প্রার্থী পুনম পণ্ডিত। অনুপশহরে প্রার্থী চৌধুরী গজেন্দ্র। দেবাইয়ে প্রার্থী সুনীতা শর্মা। শিখরপুরে প্রার্থী জিয়াউর রেহমান। খুরজা কেন্দ্রে প্রার্থী টুক্কি মল খটিক। খৈর কেন্দ্রে প্রার্থী মনিকা সূর্যবংশী। ছাররা কেন্দ্রে প্রার্থী অখিলেশ শর্মা। ইগলাসে প্রার্থী প্রীতি ধনগর। ছাতা কেন্দ্রে প্রার্থী পুনম দেবী। মন্ট কেন্দ্রে প্রার্থী সুমন চৌধুরী। আগরা ক্যান্টনমেন্ট কেন্দ্রে প্রার্থী সিকন্দর বাল্মিকী। ফতেপুর সিকরি কেন্দ্রে প্রার্থী হেমন্ত চাহার। নবাবগঞ্জের প্রার্থী ঊষা গাঙ্গওয়ার। কাটরার প্রার্থী মুন্না সিংহ। আকবরপুরের প্রার্থী প্রিয়ঙ্কা জয়সওয়াল।