এক্সপ্লোর
Advertisement
UP Assembly Elections 2022: চতুর্থ দফায় নজরে রায়বরেলি, উন্নাও, পিলিভিট, অন্যদিকে হাইভোল্টেজ প্রচারে মোদি-শাহ-যোগী
UP Assembly Elections 2022 Live : ৬২৪ জন প্রার্থীর রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করবেন ২ কোটি ১২ লক্ষ ভোটার
লখনউ : কড়া নিরাপত্তার মধ্যে আজ উত্তরপ্রদেশে চতুর্থ দফার ভোটগ্রহণ শুরু। এই দফায় ভোট হচ্ছে ৯ জেলার ৫৯টি আসনে। এর মধ্যে রয়েছে রাজধানী লখনউ, কংগ্রেসের দুর্গ রায়বরেলি এবং লখিমপুর খেরি, উন্নাও, পিলিভিটের মতো হাইপ্রোফাইল জেলা।
৬২৪ জন প্রার্থীর রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করবেন ২ কোটি ১২ লক্ষ ভোটার। ভোটপ্রার্থীদের মধ্যে রয়েছেন যোগী সরকারের চার মন্ত্রী। উন্নাও ধর্ষণকাণ্ডে নির্যাতিতার মা কংগ্রেসের টিকিটে লড়ছেন।
- নরেন্দ্র মোদি
এরই মধ্যে আজ উত্তরপ্রদেশে পঞ্চম দফার ভোটপ্রচারে যাচ্ছেন নরেন্দ্র মোদি। বরাবাঁকি ও কৌশাম্বিতে প্রধানমন্ত্রীর জনসভা। পূর্বাঞ্চলে প্রচার করবেন যোগী আদিত্যনাথ, প্রিয়ঙ্কা গাঁধী, অখিলেশ যাদবরা।
- অমিত শাহ
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ উত্তরপ্রদেশের প্রতাপগড় ও প্রয়াগরাজ জেলায় নির্বাচনী সভায় ভাষণ দেবেন। শাহ প্রয়াগরাজেও রোড শো করবেন। দুপুর ১২টা ৪৫ মিনিটে তিনি কায়স্থ পট্টি, রানিগঞ্জ, প্রতাপগড়ে জনসভায় ভাষণ দেবেন। দুপুর ২.১৫য় তিনি শিব জিয়াওয়ান ইন্টার কলেজ, লেরিয়ারি, কোরাওন, প্রয়াগরাজে ভাষণ দেবেন। তারপর, শাহ দুর্গা পূজা পার্ক, প্রীতম নগর, প্রয়াগরাজ, বিকেল ৩:৪৫ মিনিটে একটি সমাবেশে ভাষণ দেবেন। আরও আছে সভা। - জেপি নাড্ডা
বিজেপি সভাপতি জেপি নাড্ডা আজ দেওরিয়া এবং বালিয়ায় সমাবেশ করবেন। সন্ধেয় গোরক্ষপুরে সাংগঠনিক বৈঠক হবে। দলের নেতা-কর্মীদের নিয়ে বৈঠক করা হবে। দুপুর ১২ টার পর নাড্ডা দেওরিয়ার সাতশী ইন্টার কলেজে একটি জনসভায় ভাষণ দেবেন। এরপর দুপুর ২টা নাগাদ রাতসাদ ইন্টার কলেজ, রাতসাদ, বালিয়ায় এক সমাবেশে বক্তব্য দেবেন তিনি। বিকাল সাড়ে ৫টায় গোরক্ষপুরের হোটেল শিবায়ে দলীয় কর্মকর্তা ও কর্মীদের সঙ্গে বৈঠকের আয়োজন করবেন নাড্ডা। - কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ
আজ, কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ উত্তর প্রদেশে তিনটি জনসভায় ভাষণ দেবেন। বেলা সাড়ে ১২ টায় সিং জ্ঞানকুল বিদ্যালয়, বংশী বাজার, সিকান্দারপুর, বালিয়ায় একটি জনসভায় ভাষণ দেবেন। এর পরে ভূমিধর ডিগ্রি কলেজ, সিক্রিগঞ্জ, খাজনি, গোরখপুরে একটি সমাবেশ হবে। এরপর বিকেল ৩.৫০ মিনিটে গায়ত্রী ম্যারেজ হল, বাসুধা পিপরাউলি বাজার, গোরখপুরে একটি জনসভায় ভাষণ দেবেন তিনি। - যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আজ অযোধ্যা, গোন্ডা, বাহরাইচ এবং বারাবাঁকিতে বেশ কয়েকটি জনসভায় ভাষণ দেবেন। এছাড়াও আছে আরও কয়েকটি সভা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের
Advertisement