UP Coronavirus: মাস্ক না পরায় গুনতে হল ১০ হাজার টাকা জরিমানা!
পরপর দুদিন একই আইন ভাঙেন ওই ব্যক্তি, দাবি পুলিশের
লখনউ: মাস্ক না পরার জন্য উত্তরপ্রদেশে এই প্রথম কাউকে একেবারে ১০ হাজার টাকা জরিমানা করা হল। পরপর দুদিন আইন অমান্য করার অপরাধে দেওরিয়া জেলার বাসিন্দা এক ব্যক্তিকে এই বিপুল জরিমানা করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গতকাল, ১৯ এপ্রিল বরিয়ারপুর থানা এলাকায় মাস্ক ছাড়া অবস্থায় ঘোরাফেরা করতে দেখা যায় অমরজিৎ যাদব নামে ওই ব্যক্তিকে।
লার থানার স্টেশন হাউস অফিসার জানান, সোমবার অমরজিৎকে মাস্ক ছাড়া অবস্থায় বড় ক্রসিং পার করতে দেখা যায়। সঙ্গে সঙ্গে তাঁকে ধরে ঘটনাস্থলেই ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
তার আগের দিন, অর্থাৎ, রবিবারও, ওই একই এলাকায় অমরজিৎকে একইভাবে মাস্কহীন অবস্থায় ঘোরাফেরা করতে দেখে এক হাজার টাকা জরিমানা করেছিল পুলিশ। এমনকী, তাঁকে একটি মাস্কও দেওয়া হয়েছিল।
কিন্তু, তাতেও কোনও লাভের লাভ যে হয়নি, তা বলাই বাহুল্য। জরিমানা করা সত্ত্বেও, ওই ব্যক্তি মাস্ক ছাড়াই বের হন। যার জেরে, দ্বিতীয় দফা আইন অমান্য করায় এবার তাঁকে একলাফে ১০ হাজার টাকা জরিমানা গুনতে হল।
দেওরিয়ার পুলিশ সুপার শ্রীপতি মিশ্র জানান, রাজ্যে আচমকা করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় পুলিশ জেলায় জেলায় সুরক্ষা শর্তাবলী কঠোরভাবে বলবৎ করেছে। সোমবার, দেওরিয়ায় ৩৯০ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে।
তিনি বলেন, আমরা একাধিক টিম গঠন করে বিভিন্ন সেক্টরে তাদের মোতায়েন করেছি। মানুষকে বোঝাচ্ছি, কোভিড সংক্রান্ত নিরাপত্তা শর্তাবলী অত্যন্ত নিষ্ঠা ও কঠোরভাবে পালন করতে হবে।
যাঁরা আইন লঙ্ঘন করছেন, প্রথমে তাঁদের এক হাজার টাকা জরিমানা করা হচ্ছে। দ্বিতীয় লঙ্ঘনে ১০ হাজার টাকা জরিমানা ধার্য করা হচ্ছে।
ইতিমধ্যেই ভারতে ভয়ঙ্কর আকার নিয়েছে করোনা। ফের আড়াই লক্ষ পেরোল দৈনিক আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান থেকে দেখা যাচ্ছে, মঙ্গলবার করোনায় দৈনিক আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৫৯ হাজার ১৭০ জন।
সে জায়গায় সোমবার দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ২ লক্ষ ৭৩ হাজার ৮১০ জন। রবিবার দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ২ লক্ষ ৬১ হাজার ৫০০।