UP Election 2022 : উত্তরপ্রদেশে উন্নাও গণধর্ষণ-কাণ্ডে নির্যাতিতার মাকে প্রার্থী করল কংগ্রেস
Congress nominates Unnao rape survivor's mother : ১২৫ জন প্রার্থীর তালিকায় রয়েছেন ২০১৭ সালের উন্নাও গণধর্ষণ-কাণ্ডে নির্যাতিতার মা
উত্তরপ্রদেশে কংগ্রেসের ১২৫ জনের প্রার্থী তালিকায় ৫০ জন মহিলার নাম। উন্নাওয়ে নির্যাতিতার মা-কে দেওয়া হয়েছে কংগ্রেসের টিকিট, ঘোষণা প্রিয়ঙ্কার।
বৃহস্পতিবার উত্তরপ্রদেশে বিধানসভা ভোটে প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করল কংগ্রেস।( Congress) । ১২৫ জন প্রার্থীর তালিকায় রয়েছেন ২০১৭ সালের উন্নাও গণধর্ষণ-কাণ্ডে নির্যাতিতার মা। এদিন প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করেন প্রিয়ঙ্কা গাঁধী। কংগ্রেসের ১২৫ জনের প্রার্থী তালিকায় রয়েছেন ৫০ জন মহিলা প্রার্থী। উত্তরপ্রদেশে বিধানসভা ভোটের প্রার্থী তালিকায় মহিলাদের অগ্রাধিকার দেওয়ার কথা আগেই ঘোষণা করেছিলেন প্রিয়ঙ্কা ।
প্রার্থী ঘোষণার পরই কংগ্রেস সাংসদ রাহুল ট্যুইট করেন, বিজেপি "উন্নাওয়ের মেয়ে" র সঙ্গে অন্যায় করেছে। "এখন, তিনি (ধর্ষিতার মা] ন্যায়ের মুখ হবেন" ।
उन्नाव में जिनकी बेटी के साथ भाजपा ने अन्याय किया, अब वे न्याय का चेहरा बनेंगी- लड़ेंगी, जीतेंगी!#Election2022
— Rahul Gandhi (@RahulGandhi) January 13, 2022
২০২০ সালের মার্চে, উন্নাও গণধর্ষণকাণ্ডে নির্যাতিতার বাবাকে খুনের দায়ে বহিষ্কৃত বিজেপি বিধায়ক কুলদীপ সিংহ সেঙ্গারকে ১০ বছরের কারাদণ্ডের নির্দেশ দেয় আদালত। একই সাজা হয় সেঙ্গারের ভাইয়ের। দুই ভাইকে নির্যাতিতার পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণের নির্দেশ দেওয়াও হয়। উন্নাও গণধর্ষণকাণ্ডে নির্যাতিতার বাবাকে খুনের দায়ে বিজেপির বহিষ্কৃত বিধায়ক ও তাঁর ভাই সহ ৭ জনকে দোষী সাব্যস্ত করে আদালত। মামলা চলাকালীন ২০১৮-য় মৃত্যু হয় নির্যাতিতার বাবার। ২০১৭ সালে উন্নাওয়ের কিশোরীর গণধর্ষণের ঘটনা ঘিরে উত্তাল হয়ে উঠেছিল উত্তরপ্রদেশের রাজনীতি। ২০১৮ তে ৮ এপ্রিল লখনউয়ে যোগী আদিত্যনাথের বাড়ির সামনে ওই কিশোরী গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।