Water Wastage as Offence: এই রাজ্যে জল অপচয় অপরাধ, হতে পারে কড়া শাস্তিও
এবার আমাদের দেশেরই এক রাজ্যের এক রাজ্যে জল অপচয়কে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ঘোষণা করা হল। জল অপচয় করলে সেকানে পেতে হবে শাস্তিও।
নয়াদিল্লি: গরমকাল (Summer) পড়ে গিয়েছে। দাবদাহ শুরু হয়ে গিয়েছে। চলতি বছর গরম পড়ার আগে থেকেই দেশজুড়ে বিভিন্ন প্রান্তে জল অপচয় নিয়ে সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে। জল অপচয় হলে ভবিষ্যতে মানুষ থেকে প্রাণীকূল কিংবা প্রকৃতির নানা সমস্যা দেখা দিতে পারে। এবার আমাদের দেশেরই এক রাজ্যের এক রাজ্যে জল অপচয়কে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ঘোষণা করা হল। জল অপচয় করলে সেকানে পেতে হবে শাস্তিও।
কোথায় এমন নিয়ম জারি হল?
জানা যাচ্ছে, উত্তরপ্রদেশের (Uttar Pradesh) পিলিভিট (Pilibhit) রাজ্যে জল অপচয়কে অপরাধ হিসেবে ঘোষণা করা হল। জল অপচয়ের বিরুদ্ধে বিশেষ পদক্ষেপ নিল এই রাজ্য। জানা যাচ্ছে, এই রাজ্যে এখন থেকে ল অপচয় করলে জুটবে শাস্তিও। কী শাস্তি দেওয়া হবে, তা শীঘ্রই ঘোষণা করবে রাজ্য সরকার। চিফ ডেভেলপমেন্ট অফিসার প্রশাস্ত শ্রীবাস্তব এই প্রসঙ্গে জানিয়েছেন যে, জল অপচয় প্রতিরোধ করার বিশেষ পদক্ষেপ নেওয়ার সঙ্গে সঙ্গে সরকার দ্রুতই ইউক্যালিপটাস গান রোপনের ক্ষেত্রে বেশ কিছু নিয়ম এবং নিষেধাজ্ঞা জারি করবে। কারণ, এই গাছ মাটি থেকে প্রচুর পরিমাণে জল শুষে নেয়। তিনি বলছেন, 'জল সংরক্ষণের ক্ষেত্রে উত্তরপ্রদেশ সরকার নানা বিশে, পদক্ষেপ নিয়েছে। ভবিষ্যতে যাতে জল সংক্রান্ত কোনও সমস্যায় পড়তে না হয়, তার জন্য আমরা নানা পদক্ষেপ নিচ্ছি। ভবিষ্যতেও এই সমস্ত কাজ আমরা চালিয়ে যাব আশা করছি।'
আরও পড়ুন - Amit Shah Attacks TMC: 'বিরোধীদের খুন করে, মা-বোনেদের ধর্ষণ করে ক্ষমতা চাই না, তৃণমূলকে তীব্র আক্রমণ শাহের
বিস্তারিত তথ্য-
এনজিও ওয়াইল্ডলাইফ বায়োডাইভারসিটি কনজারভেশন সোসাইটির ভাইস প্রেসিডেন্স অমিতাভ অগ্নিহোত্রী বলছেন, 'একটি অটোমোবাইল সার্ভিস সেন্টারে প্রতিদিন ১০ হাজার থেকে ১২ হাজার লিটার জল প্রয়োজন হয়। এই জল সমস্তটাই পাণীয় জল। এই সমস্ত ক্ষেত্রে দেখতে হবে কীভাবে জল অপচয় প্রতিরোধ করা যায়।' জানা যাচ্ছে, বিভিন্ন জায়গায় জলের পাইপ ফেটে জল নষ্ট হয় কিংবা খোলা কল থেকে নাগাড়ে জল পড়ে অপচয় হয়। এই সমস্ত নানা কারণের দিকে নজর রাখতে হবে যাতে জল অপচয় না হয়। এই সংক্রান্ত বিষয়ে বড় মাপের সচেতনতাও করা হচ্ছে।