Vande Matram : প্রয়াগরাজে লক্ষাধিক কণ্ঠ একসঙ্গে গেয়ে উঠল 'বন্দে মাতরম', সৃষ্টি হল 'রেকর্ড'
Vande Matram in Prayagraj : প্রয়াগরাজ শহরে মাসব্যাপী অমৃত মহোৎসব উদযাপন করা হচ্ছে। তারই অংশ হিসেবে বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা গানটি একযোগে পরিবেশন করেন এক লক্ষ মানুষ।
প্রয়াগরাজ: ৭৫-এ স্বাধীনতা। এই বছরটা উদযাপনের। তারই অংশ হিসেবে ঐতিহ্যবাহী প্রয়াগরাজে ( Prayagraj) একযোগে গাওয়া হল বন্দেমাতরম ('Vande Matram')। রবিবার এই এক লক্ষেরও বেশি মানুষ অংশ নিলেন বঙ্কিমচন্দ্র-রচিত জাতীয় গানের উপস্থাপনায়। আর এত মানুষের এক সঙ্গে বন্দে মাতরম গাওা একটি নতুন রেকর্ড । দাবি RSS কর্মকর্তাদের।
প্রয়াগরাজ শহরে মাসব্যাপী অমৃত মহোৎসব উদযাপন করা হচ্ছে। তারই অংশ হিসেবে বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়ের ( BANKIM CHANDRA CHATTOPADHYAY) লেখা গানটি একযোগে পরিবেশন করেন এক লক্ষ মানুষ। ব্রিটিশ শাসিত ভারতে দেশাত্মবোধের মন্ত্র হয়ে উঠেছিল বন্দে মাতরম। এই গানে নেতৃত্ব দেন ৭৫ জন স্কুলছাত্রী। এই অভিনব উপস্থাপনার কথা জানান আরএসএস কার্যকর্তা রামদত্ত চক্রধর ।
এই অনুষ্ঠানটি প্রয়াগরাজের কে পি গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়েছিল। শহরের স্কুল ও কলেজের বহু ছাত্রছাত্রী এতে অংশ নেয়।
আরও পড়ুন :
সি ভোটারের এক্সিট পোলে কলকাতা পুরভোটে 'তৃণমূল ঝড়'
আরএসএস কর্মকর্তার উক্তি, এই দেশ বিশ্বের আধ্যাত্মিক গুরু হয়ে উঠতে পারে। তিনি বলেন, নিজের কর্তব্য এবং ধর্ম অনুসরণ করে এবং নিজের ভাষার মর্যাদা রক্ষার দ্বারাই জগৎসভায় এই আসন লাভ করা সম্ভব। তিনি জনগণকে তাদের নিজস্ব ভাষায় স্বাক্ষর করার জন্য এবং চিঠি ও আমন্ত্রণপত্রে তাঁদের মাতৃভাষা ব্যবহার করার জন্য আহ্বান জানান। তিনি বলেন, যদি দেশকে নিজের গুরুত্ব রক্ষা করতে হয়, তবে আধ্যাত্মিক শক্তির দ্বারাই তা সম্ভব। দেশকে সাংস্কৃতিক ঐতিহ্যকে লালন করতে হবে।
অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ইলাহাবাদ হাইকোর্টের বিচারপতি শেখর যাদব । তিনি বলেন, ঐক্যের অভাবে দেশ তার স্বাধীনতা হারিয়েছিল, তাই বৈচিত্র্যের মধ্যে ঐক্য বজায় রাখা অপরিহার্য।
বঙ্কিমের মৃত্যুর পর ১৮৯৬ সালে কলকাতায় কংগ্রেস অধিবেশনে ওই রাগেই রবীন্দ্রনাথ গানটি গেয়ে শোনান। কংগ্রেস অধিবেশনেই পরিবেশিত হয় প্রথম ‘বন্দে মাতরম্’। দেশ রাগে গানটিতে সুরারোপ করেন রবীন্দ্রনাথ ঠাকুর।