Viral Video: ৮.৫ হাজার কোটিতে তৈরি এক্সপ্রেসওয়ে, উদ্বোধন মোদির হাতে, ছ’দিনেই হয়ে গেল সুইমিংপুল!
Bengaluru-Mysuru Highway: কর্নাটকের নবনির্মিত বেঙ্গালুরু-মহীশূর জাতীয় সড়কই এখন আলোচনার কেন্দ্রে।
বেঙ্গালুরু: প্রধানমন্ত্রী স্বয়ং উদ্বোধন করেছেন। তার পর গড়ায়নি একসপ্তাহও। ঝকঝকে জাতীয় সড়কের উপর তৈরি এক্সপ্রেসওয়ে বদলে হয়ে গেল সুইমিং পুল, যা দেখে তাজ্জব সাধারণ মানুষ থেকে নেটদুনিয়া (Bengaluru-Mysuru Highway)। আর তাতেই উড়ে এসেছে কটাক্ষ, বিদ্রুপ। প্রধানমন্ত্রী জাতীয় সড়কের উদ্বোধন করেছিলেন, নাকি সুইমিং পুল, প্রশ্ন ছুড়ে দিয়েছেন অনেকেই।
দীর্ঘ ক্ষণ যানজটে আটকে ছিলেন সাধারণ মানুষ
কর্নাটকের নবনির্মিত বেঙ্গালুরু-মহীশূর জাতীয় সড়কই এখন আলোচনার কেন্দ্রে। সরকারি হিসেবে, রামনগর জেলায় অবস্থিত ওই জাতীয় সড়ক এবং এক্সপ্রেসওয়ে নির্মাণে খরচ হয়েছে ৮ হাজার ৮৪৮ কোটি টাকা। শুক্রবার রাতে ওই এলাকায় বৃষ্টি হয়েছ। আর তাতেই জলমগ্ন হয়ে গিয়েছে ওই রাস্তা। দুই পাশে দেওয়াল থাকায় হাঁটু পর্যন্ত জল জমে গিয়েছে। সেই ঠেলেই এগোচ্ছে গাড়ি, মোটর সাইকেল।
জাতীয় সড়কের উপর তৈরি এক্সপ্রেসওয়েতে এভাবে জল জমে যাওয়ায় পর পর কয়েকটি দুর্ঘটনাও ঘটেছে। তাতে ব্যস্ত সময়ে থমকে যায় যানবাহন। তীব্র যানজটের সৃষ্টি হয়। পুলিশ ট্রাফিক পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও, দীর্ঘ ক্ষণ যানজটে আটকে ছিলেন সাধারণ মানুষ। একসময় গাড়ি-মোটর সাইকেল এগোয় যদিও, তবে গতি ছিল অত্যন্ত শ্লথ। তাতেই ব্যঙ্গ-বিদ্রুপ উঠে এসেছে।
Newly inaugurated Bengaluru-Mysuru Highway by Narendra Modi. It’s condition after 6 days of inauguration. Masterstroke. pic.twitter.com/xa04AB62HK
— Shantanu (@shaandelhite) March 18, 2023
আরও পড়ুন: COVID in India: দৈনিক সংক্রমণ ৮০০ ছাড়াল, নতুন করে করোনা উদ্বেগ, সতর্ক করল কেন্দ্র
গত বছর কর্নাটকে প্রবল বর্ষণ এবং বন্যা পরিস্থিতিতে ওই জাতীয় সড়ক বন্যায় কার্যত ভেসে গিয়েছিল। তার পর কয়েক হাজার কোটি টাকা খরচ করে সেটিকে ঝকঝকে করে তোলা হয়। বানানো হয় আন্ডারব্রিজ। তার পর ছ'দিন আগে সেটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু শনিবার সকালের পরিস্থিতি দেখে প্রশ্ন উঠছে। বিধানসভা নির্বাচন এগিয়ে আসছে বলেই কি সাত তাড়াতাড়ি প্রধানমন্ত্রীকে দিয়ে রাস্তার উদ্বোধন করা হল কিনা, প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ (Viral Video)।
গত ১২ মার্চ ১১৮ কিলোমিটার দীর্ঘ বেঙ্গালুরু-মহীশূর এক্সপ্রেসওয়ে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। তাতে তিন ঘণ্টার যাত্রাপথ কমে ৭৫ মিনিট হয়ে যাবে বলে জানায় সরকার। ২৭৫ নং জাতীয় সড়কের উপর ছয় লেনের বেঙ্গালুুরু-নিদাঘাট্টা-মহীশূর এক্সপ্রেসওয়ে ওই অঞ্চলের আর্থ-সামাজিক পরিস্থিতির উপরও ইতিবাচক প্রভাব ফেলবে বলে দাবি করা হয়। আর তার পরই এই ঘটনা।