Sputnik V Vaccine Update: স্পুটনিক ভ্যাকসিনের ট্রায়াল রানে অংশ নিয়েও মিলছে না সার্টিফিকেট, জনস্বার্থ মামলা দায়ের আদালতে
অভিযোগ তুলে জনস্বার্থ মামলা (PIL) দায়ের হল কলকাতা হাইকোর্টে (Kolkata High court)। করোনা পরিস্থিতিতে (Covid-19) ভ্যাকসিনের শংসাপত্র (Vaccination Certificate) যখন বাধ্যতামূলক, তখন এই হয়রানি কেন?
সন্দীপ সরকার, কলকাতা: পরীক্ষামূলক গবেষণায় (Clinical trial) অংশ নিয়েও, শংসাপত্র পাচ্ছেন না স্পুটনিক ভ্যাকসিন (Sputnik v Vaccine) নেওয়া স্বেচ্ছাসেবকরা। এই অভিযোগ তুলে জনস্বার্থ মামলা (PIL) দায়ের হল কলকাতা হাইকোর্টে (Kolkata High court)। করোনা পরিস্থিতিতে (Covid-19) ভ্যাকসিনের শংসাপত্র (Vaccination Certificate) যখন বাধ্যতামূলক, তখন এই হয়রানি কেন? এই প্রশ্ন তুলে মামলা করেছেন কলকাতার এক চিকিৎসক।
কেন্দ্রীয় সরকারের শংসাপত্র (Vaccination Certificate) পাচ্ছেন না স্পুটনিক ভ্যাকসিন (Sputnik v Vaccine) নেওয়া স্বেচ্ছাসেবকরা। এই অভিযোগে এবার মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে (Kolkata High court)। মামলা দায়ের করেছেন কলকাতার বেসরকারি হাসপাতালের চিকিৎসক শুভ্রজ্যোতি ভৌমিক (Suvrajyoti Bhowmik)।
করোনার ভ্যাকসিন নিলে কো-উইন অ্যাপ (Co-win App) মারফত কেন্দ্রীয় সরকারের শংসাপত্র মেলে। শুরুতে পরীক্ষামূলক ভ্যাকসিনেশন যাঁরা তাঁদের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হওয়ার কথা নয়। মামলাকারী আবেদনে বলেছেন, সাধারণ ভাবে যাঁরা এখন স্পুটনিক ভ্যাকসিন (Sputnik Vaccine) নিচ্ছেন, তাঁরা কোউইন অ্যাপ থেকে শংসাপত্র পাচ্ছেন।
কোভিশিল্ড (Covishield) ও কোভ্যাক্সিনের (Covaxine) স্বেচ্ছাসেবকরাও শংসাপত্র পাচ্ছেন অ্যাপ মারফত। কিন্তু অভিযোগ, পরীক্ষামূলক স্পুটনিক ভ্যাকসিন (Sputnik v Vaccine) নেওয়া স্বেচ্ছাসেবকরা শংসাপত্র পাচ্ছেন না।
চিকিৎসক শুভ্রজ্যোতি ভৌমিক জানিয়েছেন, বিভিন্ন মানুষ বিভিন্ন সমস্যা পড়ছেন। তাঁরা একাধিক জায়গায় যেতে পারছেন না। কবে শংসাপত্র পাবেন, তা নিয়ে কারোর কোনও সদুত্তর নেই। তাই আমরা আদালতের দ্বারস্থ হয়েছি।
২০২১ সালের জানুয়ারি মাসে ড্রাগস কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া বা DCGI এর অনুমোদনে এদেশে স্পুটনিক ভ্যাকসিনের (Sputnik v Vaccine) পরীক্ষামূলক প্রয়োগ শুরু হয়। জুলাই পর্যন্ত প্রায় ২ হাজার স্বেচ্ছাসেবকের ওপর ক্লিনিক্যাল ট্রায়াল চলে। পশ্চিমবঙ্গে মোট ৫০ জন স্বেচ্ছাসেবক স্পুটনিকের ট্রায়ালে (Sputnik v Vaccination Run) অংশ নেন।
গত এপ্রিল মাসে স্পুটনিককে (Sputnik v Vaccine) জরুরি ভিত্তিতে প্রয়োগের ছাড়পত্র দেয় কেন্দ্র। পরীক্ষা সফল হওয়ার পর সাধারণের জন্য ওই টিকায় ছাড়পত্র দেয় ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ বা ICMR।
রাজ্যে স্পুটনিক ভ্যাকসিনের একমাত্র পরীক্ষামূলক গবেষণা কেন্দ্র কলকাতার পিয়ারলেস হাসপাতাল। বর্তমান সময়ে রেলে বা বিমানে সফর করা থেকে শুরু করে, ভিন রাজ্যে যাওয়া -- করোনা পরিস্থিতিতে বিভিন্ন ক্ষেত্রে বাধ্যতামূলক ভ্যাকসিনের ডবল ডোজের শংসাপত্র। তা না পেয়ে সমস্যায় পরীক্ষামূলক স্পুটনিক ভ্যাকসিন নেওয়া স্বেচ্ছাসেবকরা।