কৃষকদের বঞ্চনা করে কুম্ভীরাশ্রু ফেলছে তৃণমূল, আক্রমণ সীতারমণের
রাজ্য নাম না পাঠানোয় রাজ্যের ৬৫ লক্ষ কৃষক বঞ্চিত। কুম্ভীরাশ্রু ফেলছে তৃণমূল, আক্রমণ কেন্দ্রীয় অর্থমন্ত্রীর।
নয়াদিল্লি : লোকসভায় কৃষক সম্মান নিধি নিয়ে রাজ্য সরকারকে নিশানা সীতারমণের। রাজ্য নাম না পাঠানোয় রাজ্যের ৬৫ লক্ষ কৃষক বঞ্চিত। কুম্ভীরাশ্রু ফেলছে তৃণমূল, আক্রমণ কেন্দ্রীয় অর্থমন্ত্রীর।
এদিন লোকসভায় বাজেট অধিবেশনে বক্তব্য রাখেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। যেখানে তিনি তাঁর বাজেটে রাখা বক্তব্যের ব্যাখা দেওয়ার পাশাপাশি একযোগে আক্রমণ শানান বিরোধীদের।
বক্তব্যের শুরুতেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ধন্যবাদ জানান বাজেট আলোচনায় যোগ দেওয়া ৭৭ জন সাংসদকে। এবারের বাজেট দেশকে আত্মনির্ভর হতে সাহায্য করবে বলেও সওয়াল করেন তিনি। অর্থমন্ত্রীর বক্তব্যের পর একই ভাষাতে বাজেটের প্রশংসা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
পরে বঙ্গসফরে এসে কৃষক সম্মান নিধি প্রকল্প নিয়ে রাজ্য সরকারকে তোপ দেগেছিলেন প্রধানমন্ত্রী। তিনি বলেছিলেন কেন্দ্রের প্রকল্প হওয়ায় ও রাজ্য নাম না পাঠানোয় বঞ্চিত হয়েছেন রাজ্যের একাধিক কৃষক। সেই সুরেই আক্রমণ শানালেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণও।
যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আক্রমণের পাল্টা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন কেন্দ্র যেভাবে চেয়েছে সেভাবেই নাম-তথ্য পাঠিয়ে দেওয়া হয়েছে, এবার টাকা পাঠাক কেন্দ্র। যে সুরে আক্রমণ শানাতে গিয়ে তিনি ২০১৪ সালের লোকসভা ভোটের প্রাক্কালে নরেন্দ্র মোদির জনগণের অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা করে দেওয়ার প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দিয়ে খোঁচা দিয়েছিলেন।
এদিকে, লোকসভায় বক্তব্য রাখতে গিয়ে বাজেটকে আত্মনির্ভর দেশগঠনের পথনির্দেশক বলার পাশাপাশি করোনাকালে যেভাবে দেশের অর্থনীতি হুমড়ি খেয়ে পড়েছিল তার থেকে ঘুরে দাঁড়ানোর সবরকম চেষ্টাও হয়েছে বলে জানান নির্মলা সীতারমণ।
করোনার বিরুদ্ধে লড়াইয়ের ভ্যাকসিন চলে এলেও এখনও অতিমারীর প্রভাবমুক্ত হতে পারেনি বিশ্ব। ভুগতে হচ্ছে করোনার নতুন স্ট্রেন নিয়ে। যার প্রভাব আগামীদনে আবারও বিশ্ব অর্থনীতিতে পড়তে পারে বলে আশঙ্কা অর্থনীতিবিদদের।
ভারতও কোনও প্রভাব পড়বে কি না তা নিয়েও রয়েছে সংশয়।