Rahul Gandhi Video: প্রধানমন্ত্রী হলে প্রথমে কোন সিদ্ধান্ত নেবেন? জবাবে কী বললেন রাহুল গাঁধী?
Rahul Gandhi Video:শনিবার রাহুল তাঁর ট্যুইটার হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেছেন। ভিডিও শেয়ার করে রাহুল গাঁধী শেয়ার করে লিখেছেন, সেন্ট জোসেফ স্কুলের বন্ধুদের সঙ্গে কথাবার্তা বললাম ও নৈশভোজ করলাম।
নয়াদিল্লি: কয়েক মাস আগেই তামিলনাড়ু সফরে গিয়েছিলেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা সাংসদ রাহুল গাঁধী। এই সফরে তিনি তামিলনাড়ুর মুলাগোমুডুর সেন্ট জোসেফ স্কুলে পৌঁছেছিলেন। সেখানে তিনি স্কুল পড়ুয়াদের সঙ্গে সেখানকার ঐতিহ্যবাহী নৃত্যের ছন্দেও পা মিলিয়েছিলেন। এরইমধ্যে গতকাল শনিবার রাহুল তাঁর ট্যুইটার হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেছেন। ভিডিও শেয়ার করে রাহুল গাঁধী শেয়ার করে লিখেছেন, সেন্ট জোসেফ স্কুলের বন্ধুদের সঙ্গে কথাবার্তা বললাম ও নৈশভোজ করলাম। ওদের দিল্লি সফরে এবারের দীপাবলি আরও বিশেষ হয়ে উঠল।
সেইসঙ্গে রাহুল লিখেছেন, সাংস্কৃতিক সমন্বয় এই দেশের সবচেয়ে বড় শক্তি এবং আমাদের তা রক্ষা করে চলতে হবে।
ভিডিওতে জানানো হয়েছে, কয়েক মাস আগেই রাহুল সেন্ট জোসেফ স্কুল মুলগোমুডুতে সফরে গিয়েছিলেন এবং সেখান থেকে কয়েকজন কয়েকদিন আগে দিল্লিতে এসেছিলেন। রাহুল গাঁধী বলেছেন, আমাদের মধ্যে খুবই আকর্ষণীয় কথাবার্তা হয়েছে এবং তাঁদের সঙ্গে নৈশভোজও সারলাম।
এরইমধ্যে রাহুল গাঁধীকে একজন প্রশ্ন করেন, প্রধানমন্ত্রী হলে তাঁর প্রথম কাজ কী হবে। এই প্রশ্নের জবাবে রাহুল বলেছেন, মহিলাদের সংরক্ষণের ব্যবস্থা।
পড়ুয়াদের সঙ্গে কথা বলতে গিয়ে রাহুল গাঁধী বলেছেন, যদি কেউ আমাকে প্রশ্ন করেন যে, শিশুদের কোনও এক বিষয় শেখাতে চাই, তাহলে আমি বলব বিনম্রতা। কারণ, বিনম্রতা থেকে বোধ আসে।
নৈশভোজে কী খেতে চান, তাও পড়ুয়াদের কাছে জানতে চান রাহুল। এরপর নিজেই ছোলা ভাটুরা খাওয়ার কথা বলেন। উল্লেখ্য, গত মার্চে তামিলনাড়ুর ওই স্কুল গিয়েছিলেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি।
Interaction and dinner with friends from St. Joseph’s Matric Hr. Sec. School, Mulagumoodu, Kanyakumari (TN). Their visit made Diwali even more special.
— Rahul Gandhi (@RahulGandhi) November 6, 2021
This confluence of cultures is our country’s biggest strength and we must preserve it. pic.twitter.com/eNNJfvkYEH
উল্লেখ্য, রাহুল ধারাবাহিকভাবেই বিভিন্ন ইস্যুতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের সমালোচনা করেন। শনিবার রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রীয় সরকারকে নিশানা করেন। তিনি অভিযোগ করেন, প্রধানমন্ত্রী মোদির বিকাশের গাড়ি রিভার্স গিয়ারে রয়েছে এবং ব্রেকও ফেল করে গিয়েছে। একটি খবরের উল্লেখ করে রাহুল বলেছেন, এলপিজি-র মূল্যবৃদ্ধির কারণে লক্ষ লক্ষ পরিবারে উনুনে ব্যবহারে বাধ্য হচ্ছেন।