WPI Inflation: টানা ১৪ মাস দুই সংখ্যাতেই পাইকারি মূদ্রাস্ফীতি, ফের রেকর্ড গড়ল সূচক
Inflation Rate: এই নিয়ে টানা ১৪ মাস পাইকারি মুদ্রাস্ফীতি দুই সংখ্যা পার করল।
নয়াদিল্লি: পাইকারি মুদ্রাস্ফীতিতে ফের সর্বকালীন রেকর্ড (Wholesale Inflation Rate)। এ বার কেন্দ্রী পরিসংখ্যানেই উঠে এল ভয়ঙ্কর চিত্র। মঙ্গলবার কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রক (Ministry of Commerce) যে পরিসংখ্যান প্রকাশ করেছে, সেই অনুযায়ী, মে মাসে পাইকারি মুদ্রাস্ফীতি বেড়ে ১৫.৮৮ শতাংশে পৌঁছয়। শাক-সবজি, ফলমূল, দুধ, যন্ত্রাংশ, জ্বালানি, অপরিশোধিত তেল, প্রাকৃতিক গ্যাস, সবকিছুর দাম ঊর্ধ্বমুখী হওয়াতেই মুদ্রাস্ফীতি লাগাতার বেড়ে চলেছে বলে মত বিশেষজ্ঞদের।
এর আগে এপ্রিল মাসে পাইকারি মুদ্রাস্ফীতির সূচক ছিল ১৫.০৮ শতাংশে। গত বছর মে মাসে ১৩.১১ শতাংশ ছিল মুদ্রীস্ফীতির হার।
Annual rate of inflation is 15.88% (provisional) for the month of May 2022 (over May, 2021) as compared to 13.11% in May, 2021. High rate of inflation in May, 2022 is primarily due to rise in prices of mineral oils, crude petroleum & natural gas, food articles, basic metals: GoI pic.twitter.com/j4nLQJ4jjj
— ANI (@ANI) June 14, 2022
মুদ্রাস্ফীতির সূচক নয়া রেকর্ড ছুঁল