Indian Army: রাহুলের দাবি নস্যাৎ সেনার! শহিদ অগ্নিবীরকে কত ক্ষতিপূরণ? হিসেব দিল সেনা
Agniveer Compensation Controversy: এখনও পর্যন্ত কত টাকা দেওয়া হয়েছে, এর পরে আর কত টাকা দেওয়া হবে। সবটাই সোশ্যাল মাধ্য়মে পোস্ট সেনার। তার আগে রাহুল প্রতিরক্ষামন্ত্রীর দাবি উড়িয়ে পোস্ট করেছিলেন।
কলকাতা: 'অগ্নিবীর' নিয়ে আগেই সংসদে বিজেপিকে আক্রমণ করেছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গাঁধী। বুধবার সংসদে দাঁড়িয়েই অগ্নিবীর-সেনার মৃত্যুতে ক্ষতিপূরণের প্রসঙ্গ তুলে বিজেপি সরকারকে তুলোধনা করেছেন রাহুল। সেই বক্তব্যের প্রসঙ্গ তুলেই এবার রাহুলের দাবি নস্যাৎ করে X হ্যান্ডেলে পোস্ট করল ভারতীয় সেনা।
সেনার দাবি:
ANI-এর X হ্যান্ডেলে ভারতীয় সেনার একটি বিজ্ঞপ্তির ছবি পোস্ট করা হয়েছে। Indian Army- ADG PI-এর X হ্যান্ডেল থেকেও রাতে একটি পোস্ট করা হয়েছে। সেখানে লেখা রয়েছে- সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় কিছু পোস্টে দাবি করা হয়েছে যে কর্মরত অবস্থায় অগ্নিবীর অজয় কুমারের মৃত্যুতে তাঁর নিকট আত্মীয়কে ক্ষতিপূরণ দেওয়া হয়নি।
এটা বলা প্রয়োজন যে- ভারতীয় সেনা (Indian Army) অগ্নিবীর অজয় কুমারের মহৎ আত্মত্যাগকে স্মরণ করছে। পূর্ণ সামরিক সম্মানে তাঁর শেষকৃত্য করা হয়েছে।
ওই বিজ্ঞপ্তিতে সেনার তরফে জানানো হয়েছে যে যা ক্ষতিপূরণ বাকি ছিল- তার মধ্যে ৯৮.৩৯ লক্ষ টাকা অগ্নিবীর অজয় কুমারের পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। এছাড়া- অগ্নিপথ প্রকল্প অনুযায়ী Ex Gratia এবং অন্য সুযোগ-সুবিধা নিয়ে প্রায় ৬৭ লক্ষ টাকার মতো শীঘ্রই পুলিশের তরফে নথি যাচাইয়ের পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে। মোট অর্থমূল্য ১.৬৫ কোটি টাকা।
*CLARIFICATION ON EMOLUMENTS TO AGNIVEER AJAY KUMAR*
— ADG PI - INDIAN ARMY (@adgpi) July 3, 2024
Certain posts on Social Media have brought out that compensation hasn't been paid to the Next of Kin of Agniveer Ajay Kumar who lost his life in the line of duty.
It is emphasised that the Indian Army salutes the supreme… pic.twitter.com/yMl9QhIbGM
রাহুলের অভিযোগ কী ছিল?
সোমবার বিরোধী দলনেতা হিসেবে প্রথম বক্তব্য়ের সময়েই অগ্নিবীর (Agniveer) প্রসঙ্গ উত্থাপন করেছিলেন রাহুল গাঁধী (Rahul Gandhi)। তাঁর অভিযোগ ছিল, অগ্নিবীরদের আসলে ব্যবহার করছে বিজেপি সরকার। শহিদের মর্যাদাও তাঁদের দেওয়া হয় না বলে অভিযোগ করেছিলেন তিনি। যার কড়া প্রতিক্রিয়া দিয়েছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। বুধবার রাহুল X হ্যান্ডেলে একটি পোস্ট করেন সেখানে তিনি একটি ভিডিও দেখিয়ে দাবি করেছেন- শহিদ অগ্নিবীর অজয় সিংহের বাড়ির লোকজন আসল সত্যি তুলে ধরেছেন, তাঁরা কোনও অর্থসাহায্য পাননি। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ সংসদ, দেশ, সেনা এবং শহিদের পরিবারের কাছে মিথ্যে বলার জন্য ক্ষমা চান- এমনটাও দাবি করেছেন রাহুল। এর ঘণ্টা দুয়েক পরেই সেনার তরফ থেকে পোস্ট করা হয়।
सत्य की रक्षा हर धर्म का आधार है!
— Rahul Gandhi (@RahulGandhi) July 3, 2024
लेकिन रक्षा मंत्री राजनाथ सिंह ने शहीद अग्निवीर के परिवार को सहायता मिलने के बारे में संसद में झूठ बोला।
उनके झूठ पर शहीद अग्निवीर अजय सिंह के पिता जी ने खुद सच्चाई बताई है।
रक्षा मंत्री को संसद, देश, सेना और शहीद अग्निवीर अजय सिंह जी के… pic.twitter.com/H2odxpfyOO
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: শাশুড়ির রান্না করা খাবারে 'না'! স্বামীকে কাঁচি দিয়ে কোপালেন স্ত্রী