(Source: ECI/ABP News/ABP Majha)
India-ADB Loan Deal: গ্রামে গ্রামে স্বাস্থ্য পরিষেবার উন্নতিতে বিরাট পদক্ষেপ,কয়েক কোটি টাকার চুক্তি করল কেন্দ্র
Primary Health Care of India: এর ফলে দেশের ১৩টি রাজ্যের কয়েক কোটি মানুষ উপকৃত হবে। এর মধ্যে রয়েছে ৫ কোটি বস্তিবাসীও।
নয়া দিল্লি: শহরাঞ্চলে প্রাথমিক স্বাস্থ্যসেবা উন্নত করতে এবার বড় পদক্ষেপ নিল ভারত সরকার (Indian Govt)। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের (Asian Development Bank ) সঙ্গে ৩০০ মিলিয়ন ডলার (প্রায় ৩০ কোটি ডলার)- এর একটি ঋণ চুক্তি স্বাক্ষর করেছে। এর ফলে দেশের ১৩টি রাজ্যের কয়েক কোটি মানুষ উপকৃত হবে। এর মধ্যে রয়েছে ৫ কোটি বস্তিবাসীও।
অর্থ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, অর্থনৈতিক বিষয়ক বিভাগের অতিরিক্ত সচিব রজত কুমার মিশ্র এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের কান্ট্রি ডিরেক্টর তাকেও কোনিশি এই চুক্তি স্বাক্ষরিত করেন। এর মাধ্যমে শহরাঞ্চলে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবার উন্নয়ন, অতিমারি হলে তা নিয়ন্ত্রণ পরিকাঠামো তৈরি করা হবে।
ভারত সরকারের প্রধান স্বাস্থ্য উদ্যোগগুলি যেমন আয়ুষ্মান ভারত স্বাস্থ্য ও সুস্থতা কেন্দ্রগুলি (AB-HWC) এবং প্রধানমন্ত্রী আত্মনির্ভর স্বাস্থ্য ভারত যোজনা (PM-ASBY), আয়ুষ্মান ভারতের মতো এই প্রকল্পগুলিকেও সাহায্য করবে এই ঋণ চুক্তি, এমনটাই জানান রজত কুমার মিশ্র। শহরতলি ও গ্রামে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবাকে উন্নত করা, মানবসম্পদ বৃদ্ধি করা এর লক্ষ্য।
প্রসঙ্গত, ২০১৮ সালে আয়ুষ্মান ভারত নামে একটি প্রকল্প চালু করে কেন্দ্র। সেটির লক্ষ্য ছিল ভারতে সর্বজনীন স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতি করা। মূলত প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলির হাল ফেরানো। যাতে শহরতলি কিংবা গ্রামে কেউ অসুস্থ হলে তাঁকে চিকিৎসার জন্য শহরে ছুটে আসতে না হয়। তৎক্ষণাৎ পরিষেবার মাধ্যমে প্রাণ বাঁচানোর জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
কোভিড-১৯ অতিমারির পর দেশের স্বাস্থ্য ব্যবস্থার উপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয়। যা মোকাবিলা করতে হিমসিম খেতে হয় মোদি সরকারকে। তবে আগামী দিনে অন্যান্য মহামারীগুলির জন্য প্রস্তুত থাকতে এবং পুরো স্বাস্থ্য ব্যবস্থাকে আরও শক্তিশালী করার জন্য ২০২১ সালের অক্টোবরে PM-ASBY এর নাম পরিবর্তন করে PM-ABHIM নামে চালু করে কেন্দ্র।
অন্যদিকে, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের কান্ট্রি ডিরেক্টর তাকেও কোনিশি বলেন, "ভারতের স্বাস্থ্য ব্যবস্থায় করোনভাইরাস মহামারি মারাত্মক প্রভাব ফেলেছে। প্রাথমিক স্বাস্থ্য পরিকাঠামো চ্যালেঞ্জের মুখে পড়েছে। তাই এই চুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ।" প্রসঙ্গত এই প্রকল্পটি ১৩টি রাজ্যে বাস্তবায়িত হবে। এই রাজ্যগুলির মধ্যে রয়েছে- অন্ধ্রপ্রদেশ, অসম, ছত্তিশগড়, গুজরাট, হরিয়ানা, ঝাড়খণ্ড, কর্ণাটক, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থান, তামিলনাড়ু, তেলেঙ্গানা এবং পশ্চিমবঙ্গ।