Indian Dead in Israel: ইজরায়েলে ক্ষেপণাস্ত্রের আঘাতে মৃত্যু ভারতীয়ের, অন্তঃসত্ত্বা স্ত্রী-শিশুকন্যাকে রেখে দু’মাস আগেই রওনা
Israel-Hamas War: এখনও পর্যন্ত যে খবর মিলেছে, সেই অনুযায়ী, সোমবার ইজরায়েলের উত্তর সীমান্ত সংলগ্ন মারগালিয়তের গ্যালিলি এলাকায় একটি ফলের বাগানে কাজ করছিলেন বেশ কয়েক জন।
নয়াদিল্লি: ইজরায়েল বনাম হামাস যুদ্ধে এখনও তপ্ত পশ্চিম এশিয়া। সেই যুদ্ধকালীন পরিস্থিতিতে মৃত্যু এক ভারতীয়ের। গত পাঁচ মাসব্যাপী যুদ্ধে হাজার হাজার মানুষ মারা গিয়েছেন এখনও পর্যন্ত। তবে এই প্রথম কোনও ভারতীয়ের মৃত্যু হল। লেবানন থেকে ইজরায়েলে উড়ে আসা ক্ষেপণাস্ত্রের আঘাতে ওই ভারতীয়ের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। মৃত ব্যক্তিকে কেরলের বাসিন্দা হিসেবে চিহ্নিত করা গিয়েছে। হামলায় আরও দু'জন ভারতীয় আহত হয়েছেন বলে ভারতে ইজরায়েলি দূতাবাসের তরফে জানানো হয়েছে। (Indian Dead in Israel)
এখনও পর্যন্ত যে খবর মিলেছে, সেই অনুযায়ী, সোমবার ইজরায়েলের উত্তর সীমান্ত সংলগ্ন মারগালিয়তের গ্যালিলি এলাকায় একটি ফলের বাগানে কাজ করছিলেন বেশ কয়েক জন। সেই সময় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হেজবোল্লা ক্ষেপণাস্ত্র হামলা চালায়। সীমান্তের ওপার থেকে উড়ে আসা সেই ক্ষেপণাস্ত্রের আঘাতেই বাগানে কর্মরত এক ভারতীয় মারা যান। আহত হয়েছেন আরও দু'জন ভারতীয়। (Israel-Hamas War)
মৃত যুবককে ৩১ বছর বয়সি প্যাট নিবিন ম্যাক্সওয়েল বলে শনাক্ত করা হিয়েছে। তিনি কেরলের কোল্লামের বাসিন্দা। দু'মাস আগেই সেখানকার একটি কৃষি সংস্থায় কাজ করতে গিয়েছিলেন। হামলার সময় ফলের বাগানে কাজ করছিলেন। বাড়িতে তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী রয়েছেন। রয়েছে পাঁচ বছরের কন্যা। আহত দুই ভারতীয়কে বুশ জোসেফ জর্জ এবং পল মেলভিন বলে চিহ্নিত করা গিয়েছে।
We are deeply shocked and saddened by the death of one Indian national and the injury of two others due to a cowardly terror attack launched by Shia Terror organization Hezbollah, on peaceful agriculture workers who were cultivating an orchard at the northern village of Margaliot…
— Israel in India (@IsraelinIndia) March 5, 2024
আরও পড়ুন: Bangladesh Fire : ঢাকায় বহুতলে বিধ্বংসী আগুন, পুড়ে ঝলসে মৃত মহিলা-শিশু সহ অন্তত ৪৩ জন
ভারতে ইজরায়েলি দূতাবাসের তরফে বিবৃতি প্রকাশ করে বলা হয়, 'হেজবোল্লার কাপুরুষোচিত হামলায় এক ভারতীয় মারা গিয়েছেন। আহত হয়েছেন আরও দুই। আহতদের সেবায় নিবেদিত ইজরায়েলি চিকিৎসা কেন্দ্রগুলি। আমাদের চিকিৎসাকর্মীরা যুদ্ধকালীন পরিস্থিতিতে কাজ চালিয়ে যাচ্ছেন। ইজরায়েলি হোনম বা বিদেশি নাগরিক, যুদ্ধে আহত এবং নিহতদের প্রতি সমান সমবেদনা রয়েছে ইজরায়েলের। পীড়িত পরিবারগুলির পাশে থাকব আমরা, সবরকম ভাবে সহযোগিতা করা হবে'।
লিখিত বিবৃতিতে আরও বলা হয়, 'নিরীহ নাগরিকের মৃত্যু কী বেদনাদায়ক, সেই সম্পর্কে আমরা ওয়াকিবহাল। এই কঠিন সময়ে আমাদের সকলকে একজোট হতে হবে। আহতদের দ্রুক আরোগ্য কামনা করি। পীড়িত পরিবারগুলিকে সমবেদনা জানাই'। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, লেবাননের সশস্ত্র শিয়া সংগঠন হেজবোল্লা ইজরায়েলের উত্তরাংশে ক্ষেপণাস্ত্র ছুড়েছে। যুদ্ধের শুরু থেকে হামাসকে সমর্থন জানিয়ে আসছে তারা।