(Source: ECI/ABP News/ABP Majha)
সামরিক শক্তিবৃদ্ধির লক্ষ্যে চিন-লাগোয়া সীমান্তে মিগ-২৯কে যুদ্ধবিমান পাঠাচ্ছে ভারতীয় নৌসেনা
চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত কিছুদিন আগেই বলেছিলেন, প্রয়োজনে নৌসেনার যুদ্ধবিমানকে দেশের উত্তর ও পশ্চিম সীমান্তে বায়ুসেনার সঙ্গে সহযোগিতার জন্য মোতায়েন করা হতে পারে...
নয়াদিল্লি: চিন সীমান্ত লাগোয়া পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণরেখায় সামরিক শক্তিবৃদ্ধির জন্য নর্দার্ন এয়ার কমান্ডের গুরুত্বপূর্ণ বায়ুসেনা ঘাঁটিগুলিতে মিগ-২৯কে যুদ্ধবিমান মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় নৌবাহিনী।
আটের দশকের শেষ দিকে রুশ নির্মিত এই যুদ্ধবিমান আদতে ভারতীয় বিমানবাহী রণতরী আইএনএস বিক্রমাদিত্যে মোতায়েন থাকে। তবে, মাল্টি-রোল ফাইটার জেট হওয়ায় এটি যে কোনও পরিবেশে লড়াইয়ে সক্ষম।
বর্তমানে ভারতে ৪০টির বেশি চতুর্থ প্রজন্মের মিগ-২৯কে যুদ্ধবিমান রয়েছে। এর মধ্যে ১৮টি মোতায়েন রয়েছে আইএনএস বিক্রমাদিত্য রণতরীতে। বাকিগুলি গোয়ার নৌসেনা ঘাঁটিতে রয়েছে। সূত্রের খবর, গোয়ার ঘাঁটিতে থাকা বিমানগুলিকেই এখন লাদাখে পাঠানো হচ্ছে।
বাহিনীর তিন বিভাগের মধ্যে সহযোগিতা ও সমন্বয় বৃদ্ধির ওপর গুরুত্ব দিতে বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি, চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াতও কিছুদিন আগেই বলেছিলেন, প্রয়োজনে নৌসেনার যুদ্ধবিমানকে দেশের উত্তর ও পশ্চিম সীমান্তে বায়ুসেনার সঙ্গে সহযোগিতার জন্য মোতায়েন করা হতে পারে। সেই প্রেক্ষিতেই নৌসেনার এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।