এক্সপ্লোর
হু ফাউন্ডেশনের সিইও পদে ভারতীয় বংশোদ্ভূত অনিল সোনি
সোনি জানিয়েছেন করোনার জেরে বিশ্বের স্বাস্থ্যক্ষেত্র এক জটিল সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছে।
নিউইয়র্ক: হু ফাউন্ডেশনের সিইও হলেন ভারতীয় বংশোদ্ভূত অনিল সোনি। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে হাত মিলিয়ে কাজ করবে এই সংস্থাটি। আগামী বছরের পয়লা জানুযারি দায়িত্বভার গ্রহণ করবেন অনিল সোনি।
হু ফাউন্ডেশন, একটি স্বাধীন অনুদানপ্রদানকারী সংস্থা যার সদর দফতর জেনেভায়। করোনার জেরে বিশ্বের স্বাস্থ্য ক্ষেত্র যে চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে তার মোকাবিলা করতে হু-র সঙ্গে তাল রেখে কাজ করবে এই সংস্থাটি। চলতি বছরের মে মাসে হু ফাউন্ডেশন যাত্রা শুরু করেছিল।
সোমবার হু ফাউন্ডেশনের তরফে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, স্বাস্থ্যসম্মত জীবন, সকলের -উন্নয়নের লক্ষ্যে হু-এর যে লক্ষ্যমাত্রা রয়েছে তা পূরণ করতে উদ্ভাবনীমূলক পদক্ষেপ করবে এবং নতুন দিকে বিনিয়োগের ক্ষেত্র তরান্বিত করতে কাজ করে যাবেন অনিল সোনি।
অনিল সোনি বর্তমানে ভিয়াট্রিস সংস্থায় বিশ্ব সংক্রামক ব্যাধি বিভাগের প্রধান। সেখান থেকেই তিনি হু ফাউন্ডেশনের সিইও হতে চলেছেন। করোনার জেরে বিশ্বের স্বাস্থ্যক্ষেত্রে সঙ্কট মোকাবিলার দায়িত্বভার নিতে চলা অনিল সোনি দীর্ঘদিন এই ধরনের গুরুদায়িত্ব পালন করে এসেছেন। হু-র ডিরেক্টর জেনারেল অ্যাডহানম ঘেব্রেয়েসাস জানিয়েছেন সংক্রামক ব্যাধি এইডস নিয়ে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। ঘেব্রেয়েসাস বলেছেন, অনিল সোনি ও তাঁর দল যে ভাবে ইথিওপিয়ার স্বাস্থ্যমন্ত্রকের সঙ্গে সহযোগী সংস্থা হিসেবে কাজ করেছে তা প্রশংসনীয়। তাঁর কথায়, সোনির এক ধরনের অনন্য ক্ষমতা রয়েছে যা সরকারি ও বেসরকারি ক্ষেত্রগুলিতে বিস্তৃত। হু ফাউন্ডেশনে তাঁর নেতৃত্ব, বিশ্ব স্বাস্থ্য সংস্থার লক্ষ্যমাত্রা পূরণে সহায়তা করবে যার উপর লক্ষ লক্ষ মানুষ নির্ভর করে আছেন।
সোনি জানিয়েছেন করোনার জেরে বিশ্বের স্বাস্থ্যক্ষেত্র এক জটিল সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছে। বিশ্বব্যাপী হু ফাউন্ডেশন এই চ্যালেঞ্জের মোকাবিলায় প্রত্যেকের কাছে এক অনন্য সুযোগ নিয়ে আসবে। যার ফলে আরও শক্তিশালী ও কার্যকর হয়ে উঠবে হু।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
অফবিট
জেলার
বিনোদনের
Advertisement