এক্সপ্লোর
Advertisement
জগিং করতে বেরিয়ে আমেরিকায় খুন ভারতীয় বংশোদ্ভূত গবেষক শর্মিষ্ঠা সেন
টেক্সাস প্রদেশের প্নানো সিটির বাসিন্দা শর্মিষ্ঠা সেনকে গত ১ অগস্ট সকালে হঠাৎ করেই হামলা চালিয়ে মেরে ফেলা হয়। চিসোলম ট্রেল পার্কের কাছে তিনি যখন জগিং করছিলেন, তখন চলে হামলা।
নয়াদিল্লি: সকালে জগিং করতে বেরিয়ে আমেরিকায় খুন হয়ে গেলেন ভারতীয় বংশোদ্ভূত ৪৩ বছর বয়সি এক গবেষক মহিলা।পুলিশ খুনের তদন্ত শুরু করেছে। জানা যাচ্ছে, টেক্সাস প্রদেশের প্নানো সিটির বাসিন্দা শর্মিষ্ঠা সেনকে গত ১ অগস্ট সকালে হঠাৎ করেই হামলা চালিয়ে মেরে ফেলা হয়। চিসোলম ট্রেল পার্কের কাছে তিনি যখন জগিং করছিলেন, তখন চলে হামলা। লিগাসি ড্রাইভ এলাকায় একটি জলাজমি থেকে তাঁর দেহ উদ্ধার করা গিয়েছে।শর্মিষ্ঠার দুই পুত্র। এর মধ্যে একজন মলিকিউলার বায়োলজি নিয়ে গবেষণা করছেন। খুনের ঘটনায় এক জনকে গ্রেপ্তার করা হয়েছে। ২৯ বছরের ওই ব্যক্তির নাম নাম বাকারি আবিওনা মনক্রিফ। তাকে কলিন কাউন্টি জেলে রাখা হয়েছে।
জানা যাচ্ছে শর্মিষ্ঠা রোজই খুব ভোরে উঠতেন। বাড়ির সকলে যখন ঘুমিয়ে থাকে, তিনি বেরিয়ে জগিং শুরু করে দিতেন। শর্মিষ্ঠার ভাই সুমিত বলেন, ও খুব এনার্জেটিক একজন মানুষ ছিল। নতুন কারও সঙ্গে আলাপ হলেও অনেক কথা বলতে শুরু করে দিত। ভীষণ পজিটিভ মানুষ। পুলিশের মুখপাত্র ডেভিড টিলে বলেন, এমন ঘটনা সচরাচর ঘটে না। কিন্তু ওঁর মতো একজন মানুষের খুন হয়ে যাওয়া অবশ্যই আশঙ্কা জাগায়। আমরা অপরাধীদের খুঁজে বের করার চেষ্টা করছি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement